ফিরে দেখা ✨
আপনারা কি জানেন ?
গ্রামীনফোনের উত্থান মূলত বাংলাদেশ রেলওয়ের হাত ধরে।
প্রথমত দেশের আর্থিক দুরবস্থা ও টাওয়ার নির্মানে অধিক খরচ হওয়ায়, গ্রামীনফোন কোনোভাবেই সারাদেশে তাদের নেটওয়ার্ক বিস্তার করতে পারছিলো না !!!! তখন বিদেশি একজন সিওই দেশে আসেন এবং তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়কে একটি চুক্তির প্রস্তাবনা দেন ।। অতঃপর মন্ত্রণালয় তা গ্রহন করেন ।। চুক্তি তে অনেক ধরনের কন্ডিশন ছিলো, যা বিস্তারিত অামার জানা নেই ।। তবে মূল উদ্দেশ্য ছিল, রেলওয়ের নিজস্ব ফ্রিকোয়েন্সির মধ্য দিয়ে বিনা টাওয়ারে নিজেদের ফ্রিকোয়েন্সি প্রেরন করা !!! অার তাতে তারা সফলতাও পেয়েছিলো ।। তাদের এই সফলতার বিনিময়ে শুরু থেকেই বাংলাদেশ রেলওয়েকে তারা ব্যাপক ভাবে সহায়তা করে এসেছে, যা অস্বীকার করার উপায় নেই ।। ১৯৯৯ সালে করা চুক্তিটি সম্ভবত ২০০৯ পর্যন্তই বলবৎ ছিলো…….. যে কারনে তাদের লোগো, স্টেশন–ক্যারেজ সহ অনেক স্থানেই অতীতে আামাদের নজরে অাসত !!!
একসময় সবার পেছনে পড়ে থাকা কোম্পানি, বাংলাদেশ রেলওয়ের হাত ধরে আজকের এক নম্বর অপারেটর গ্রামীনফোন 🙂🙂🙂
ছবি: সংগৃহীত
লেখা- Aman Saad
পোস্ট – Photograph & Information of Railway (PIOR).
https://slotbet.online/