Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

ESARA NEWS
মার্চ ৭, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ । ৯ জন
Link Copied!

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরে আট বছর বয়সী এক শিশুকন্যা ধর্ষিত হয়েছে। ৬ মার্চ দুপুরে বোনের বাড়িতে বেড়াতে যেয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি।শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তার মা জানান, ঘরের মধ্যে শিশুটিকে একা পেয়ে কেউ একজন তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তিনি জানান, ঘটনার সময় বাড়িতে ওই শিশু একা ছিল। যেহেতু তার জ্ঞান ফেরেনি সে কারণে বিস্তারিত বলতে পারছেন না তারা।

মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সুবাস রঞ্জন হালদার বলেন, তাকে প্রথমে শ্বাসকষ্ট রোগী হিসেবে নিয়ে আসা হয়। পরে মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ ও হত্যার চেষ্টা আলামত পাওয়া গেছে। মেয়েটির অবস্থা শংকামুক্ত নয়।মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

স্বপন বিশ্বাস