Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

৩০০ লোক বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান, সমস্ত সঞ্চয় ব্যয় করে

ESARA NEWS
জুলাই ১৭, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ । ১০৩ জন
Link Copied!

৩০০ লোক বরযাত্রী নিয়ে বিয়ে করতে যান, সমস্ত সঞ্চয় ব্যয় করে, ঋণগ্রস্থ হয়ে ১০০০ লোককে বউভাতে নিমন্ত্রণ করে ভরপেট মাংস পোলাও খাওয়ান।
আর বাচ্চা হওয়ার সময় বৌয়ের জন্য এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না।
কাদের খাওয়ান আপনারা??

লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিয়ের অনুষ্ঠান না করে, ওই টাকা ব্যাংকে রেখে দিন, বাচ্চা হওয়ার সময় কাজে লাগবে, আপনার সন্তানের পড়াশুনা করতে কাজে লাগবে।

বিশ্বাস করুন, আপনার শিশু, আপনার স্ত্রী অসুস্থ্য হলে কোনো আত্মীয় স্বজন আপনাকে টাকা ধার দেবেনা। এমনকি যাদের বিয়েতে নিমন্ত্রণ করবেন তারা একবার হসপিটালে এসে খোঁজও নেবেনা আপনার বাচ্চা কেমন আছে।

বিশ্বাস করুন, আপনার সন্তানের স্কুল কলেজ কোচিংয়ে যখন মোটা অর্থ প্রয়োজন হবে তখন কেউ আপনাকে সাহায্য করবেনা।

আপনার পিতা মাতা অসুস্থ্য হলে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যাদের খুঁজে পাননা, তো সেই পিতা মাতার চল্লিশা অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচা করে কাদের খাওয়াবেন???

পিতা মাতার চল্লিশা অনুষ্ঠানে যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার ইচ্ছা আছে আপনার এখন বরং সেই টাকাটা ব্যয় করে পিতা মাতাকে খাওয়ান, তাদের চিকিৎসা করান, সেই টাকা ব্যয় করে পিতা মাতাকে ঘুরতে নিয়ে যান, সেই টাকা ব্যয় করে পিতা মাতার অপূর্ণ ইচ্ছা পূরন করুন, সেই টাকাটা ব্যয় করে পিতা মাতার যত্ন নিন।🙏🙏👍😊 ভালো থাকুন, সুস্থ থাকুন 👍😊❤