Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মাগুরাতে মানব বন্ধন,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ESARA NEWS
আগস্ট ২১, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ । ১৩০ জন
Link Copied!

মাগুরা থেকে স্বপন বিশ্বাস : ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মাগুরা জেলা আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল সোমবার সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর, মাগুরা ২ আসনেন সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু প্রমুখ।

এ সময় জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা সেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে চৌরঙ্গীর মোড়ে প্রতিবাদী মানব বন্ধন করা হয়।

শালিখা, শ্রীপুর ও মহম্মাদপুর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন অনুরুপ অনুষ্ঠান পালন করে।