Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

১৯১৩ সালের ১৫ নভেম্বর ৷ ১১১ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে টেলিগ্রাম মারফত্‌ নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটি পান

ESARA NEWS
নভেম্বর ১৯, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ । ৬ জন
Link Copied!

১৯১৩ সালের ১৫ নভেম্বর ৷ ১১১ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে টেলিগ্রাম মারফত্‌ নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটি পান ৷ ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান ৷ সেই সময় নোবেল পুরস্কার মূল্য ছিল আট হাজার পাউন্ড ৷ ভারতীয় মুদ্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা ৷ রবীন্দ্রনাথ ছিলেন প্রথম অ-শ্বেতাঙ্গ নোবেল বিজয়ী ৷

১৯১৩ সালের ১৩ নভেম্বর সুইডিশ নোবেল কমিটি ঘোষণা করে – The Nobel prize for literature for 1913 has been awarded to the Indian poet Rabindranath Tagore.

পরদিন খবরটি ইংল্যান্ডের বিভিন্ন পত্র-পত্রিকায় মুদ্রিত হয় ৷ ‘রয়টার’ সংবাদ সংস্হা পরিবেশন করে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটি ৷ নোবেল পুরস্কার প্রাপ্তির খবরটি রবীন্দ্রনাথ পান ১৯১৩ সালের ১৫ নভেম্বর ৷

কবি তখন ছিলেন শান্তিনিকেতনে ৷ কবি সত্যেন্দ্রনাথ কলকাতা থেকে টেলিগ্রাম মারফত্‌ খবরটি প্রেরণ করেন কবি জামাতা নগেন্দ্রনাথকে ৷ রান্নাঘরে সকলে যখন খাবার গ্রহণ করছিল তখনই তিনি তা উপস্হিত সকলকে জানান ৷ এই খবরে আনন্দের ঢেউ বয়ে যায় ৷ কবি তখন রথীন্দ্রনাথ ও দীনেন্দ্রনাথকে নিয়ে চৌপাহাড়ী শালবনে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন ৷

নোবেল পুরস্কারের জন্য রবীন্দ্রনাথের নাম নোবেল কমিটির কাছে সুপারিশ করেন রয়াল সোসাইটি অব লিটারেচার অব ইউ কে -এর সদস্য স্টার্জমুর (T. Sturge Moore) ৷

সুইডিশ একাডেমির সদস্য এবং খ্যাতিমান কবি ভন হেইডেনস্টাম ইংরেজি গীতাঞ্জলি সুইডিশ ভাষায় অনুবাদ করেন ৷ নোবেল কমিটির আরেক সদস্য পের হ্যালস্ট্রস ‘গীতাঞ্জলি’ সম্পর্কে একটি রিপোর্ট জমা দেন ৷ এরপরই নোবেল কমিটি রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে ৷ বিভিন্ন দেশ থেকে আরও ২৮ জনের নাম সেই বছর নোবেল পুরস্কারের জন্য সুপারিশ এসেছিল ৷

১৯১৩ সালের ১০ ডিসেম্বর সুইডেনে ব্রিটিশ রাষ্ট্রদূত ক্লাইভ রবীন্দ্রনাথের হয়ে নোবেল পুরস্কারের সোনার মেডেল ও ডিপ্লোমা গ্রহণ করেন ৷

১৯১৪ সালের ২৯ জানুয়ারি বৃহস্পতিবার কলকাতার গভর্নর হাউসে সুইডিশ কনসাল ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্হিতিতে রবীন্দ্রনাথের হাতে নোবেল পুরস্কার তুলে দেন লর্ড কারমাইকেল ৷

১৯২১ সালের ২৬ মে রবীন্দ্রনাথ ঠাকুর সুইডেনে নোবেল বক্তৃতা দেন ৷