হিন্দু ধর্মের কিছু তথ্য
১)শ্রীমদ্ভাগবদ গীতার জ্ঞান সর্ব প্রথম লাভ করেন-সূর্যদেব ।
২)কুরুক্ষেত্রের ময়দানে সর্বশেষ মৃত্যুবরণকারী যোদ্ধা পিতামহ ভীষ্ম।
৩)ব্রহ্মান্ড নির্মানের সময় প্রথম শব্দটি ছিল-ওম।
৪)ঈশ্বরের প্রথম সাকার রূপ-মহাবিষ্ণু।
৫)ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে নরককুন্ডের সংখ্যা ৮৬ টি।
৬)বেদে কে চার ভাগে ভাগ করেন-মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ণ বেদব্যাস।
৭)বৈদিক যুগে দেবতাদের প্রসন্ন করবার মাধ্যম ছিল-যজ্ঞ।
৮)শ্রীমদ্ভাগবত পুরাণের রচয়িচা-বেদব্যাস।
৯)দ্বারকা নগরী ভারতের গুজরাট রাজ্যে অবস্তিত।
১০)ভগবান বিষ্ণুর বুকে ঋষি-ভৃগুর পদচিহ্ন রয়েছে ।
১১)ভগবান বিষ্ণু তিন ধরনের নাগের উপর শয়ণ থাকেন যথা-
পঞ্চনাগ ,শীষনাগ এবং অনন্তনাগ।
১২)ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে উৎপত্তি ব্রহ্মার।
১৩)শ্রীকৃষ্ণের পায়ে শরবিদ্ধ করেন জরা।
https://slotbet.online/