স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক।একজনকে ছাড়া অন্য জন অসম্পূর্ণ। মনের চার্জ হচ্ছে ভালোবাসা।এর অভাবেই মানুষ থেকে মা”ন”সিক রো”গী হতে সময় লাগে না।আবার ভালোবাসাই পারে একজন মানুষের মানসিক শক্তি বাড়াতে।
মান অভিমানে কথা না হলে, দুজনেই দুই দিক থেকে চার্জ শূন্য হয়ে যায়।কোনো কাজে মন বসে না।
সব মন খারাপ, দুশ্চিন্তা এসে মনে বাসা বাঁধে। মনে হয় জীবন টা তুচ্ছ, বেঁ*চে থেকে কি লাভ!
অথচ দুজনে একসাথে হলেই যেন সব মন খারাপ, দুশ্চিন্তা উধাও হয়ে যায়।শূন্য চার্জ থেকে ফুল চার্জ!অভিমানে দূরে গিয়ে কষ্ট বাড়াতে নেই, একসাথে হয়ে সবকিছু ঠিকঠাক করলেই তো জীবন সুন্দর। তখন মনে হবে দুজনে একসাথে কত সুখী,অনেকটা বছর দুজনে বাচঁতে ইচ্ছে হবে! ✨❤️
স্বামী স্ত্রীর মাঝে ঝ”গ”ড়া হলে মনে হয় তার সাথে থাকা অসম্ভব আর মিল হলে মনে হয় তাকে ছারা বেচে থাকা অসম্ভব। হ্যা স্বামী স্ত্রীর সম্পর্ক এমনী হয়। কিছু মানুষ আছে তৃতীয় পক্ষ স্বামী স্ত্রীর মাঝে একটু ঝ”গ”ড়া হলে সেই ঝ”গড়া সুযোগ নিতে চায়।
সেই তৃতীয় পক্ষের স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো ধারণা নেই যে তারা যতোই ঝগড়া করুক দিন শেষে স্বামী স্ত্রী একে অপরের বুকে মাথা রেখে ঘুমাই। বাইরে তারা দেখাবে একে অপরের প্রতি রাগ কিন্তু ভেতরে ভেতরে তারা দুজন একই আত্মা। হ্যা ভাই এটাই হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ প্রদত্ত। এই সম্পর্ক এক মাত্র আল্লাহ না চাইলে কেউ ভাংতে পারে না।
পুরুষ মানুষ যত যাই করুক না কেনো দিন শেষে সে তার স্ত্রীকেই ভালোবাসে। ❤️ স্বামী -স্ত্রী একে অপরের পরিপূরক।
আল্লাহ তাআলা আমাদের সকলের দাম্পত্য জীবনে বরকত দান করুক আল্লাহুম্মা আমীন 🌸
You must be logged in to post a comment.
https://slotbet.online/