বিদ্যুৎ বিশ্বাস : ভারতের উত্তরাখণ্ডে টানা ভারি বৃষ্টিপাতে একটি সেতু ভেঙে অন্তত ২০০ তীর্থযাত্রী আটকা পড়েছেন। রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার বানতলি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়েছে, সেতুটি মধু গঙ্গা নদীর উপর নির্মিত। টানা বৃষ্টিতে এই সেতু ভেঙে গেছে। ফলে কেদারনাথের উদ্দেশে রওনা হওয়া প্রায় ২০০ তীর্থযাত্রী সেখানে আটকে পড়েছেন।
এদিকে স্থানীয় প্রশাসন বলছে, গত কয়েক দিন ধরে উত্তরাখণ্ডে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে রাজ্যটি প্রায় বিধ্বস্ত। বৃষ্টিজনিত কারণে রাজ্যের অন্তত তিনজন নিহত ও ১০ জন নিখোঁজ হয়েছেন। এ ছাড়া ভূমিধসে কারণে বদ্রীনাথ, কেদারনাথ ও গঙ্গোত্রীগামী অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন সিংহ রাজওয়ার বলেন, গতকাল মঙ্গলবার কেদারনাথগামী সড়কে ভূমিধস হয়েছে। এতে সড়কের পাশের চারটি দোকান চাপা পড়েছে। এ ঘটনায় এক নেপালি যুবকের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
শুধু উত্তরাখণ্ড নয় কয়েক দিন ধরে ভারতের বিভিন্ন রাজ্যে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে বিভিন্ন রাজ্যে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। ভূমিধস-বন্যায় অনেক প্রাণহানিও হয়েছে।
হিমচলে দুদিনের ভারি বৃষ্টিপাতে প্রাণহানির সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে এবারের বর্ষা মৌসুমে এই প্রদেশে প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে।