Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের জন্য শর্তহীন অধিনায়কত্বের প্রস্তাব বিসিবির

ESARA NEWS
আগস্ট ৯, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ । ১৩৫ জন
Link Copied!

আসন্ন এশিয়া কাপের জন্য ক্রিকেট দলগুলোর দল ঘোষণার সময়সীমা ১২ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতিও ছিল এর মধ্যে দল ঘোষণার। কিন্তু অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত না আসায় সেটি পেছানো হয়েছে। তবে ১২ তারিখের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করবে বলে জানিয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বিসিবির পরিচালনা পরিষদের অধিনায়ক নির্বাচন নিয়ে জরুরি সভা হয়। সেই সভায় ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচনের প্রশ্নে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান নিরঙ্কুশ সমর্থন লাভ করায় অধিনায়ক নির্বাচনে সাকিবকে কোনো শর্ত দেবে না বোর্ড। বরং বাঁহাতি এ অলরাউন্ডারের মতামত ও ইচ্ছাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
আবার তামিম ইকবাল নিয়ে ধোঁয়াশা থাকার পরেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এতদিন কেন সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করেননি, সে প্রশ্ন বড় হয়ে ওঠে গতকালের সভা শেষের সংবাদ সম্মেলনে। যতবারই এ প্রশ্ন হয়েছে, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস একই উত্তর দিয়েছেন– ‘আমরা সবাই আজ (গতকাল) সভাপতিকে দায়িত্ব দিয়েছি, যাদের নাম এসেছে তাদের সঙ্গে কথা বলে অধিনায়ক ঠিক করতে।’ এখানে যারা বলা হলেও বোর্ডের পছন্দ সাকিব।
বিসিবির এ পরিচালক জানান, দু-এক দিনের মধ্যে সাকিবের সঙ্গে ফোনে কথা বলে অধিনায়ক ঘোষণা করা হবে।

জালাল ইউনুস বলেন, ‘সাকিবের মত জানা হবে সে কীভাবে কী করতে চায়।’

বিসিবি সভাপতি সাকিবের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করবেন তিনি তিন সংস্করণে অধিনায়ক থাকতে চান কিনা। ৩৬ বছর বয়সী এ অলরাউন্ডার রাজি থাকলে বোর্ড আপত্তি করবে না। তবে সাকিবের দিক থেকে কোনো পরামর্শ থাকলে, সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বিসিবি।

যদিও বোর্ড কর্তাদের অনেকের ধারণা, সাকিবের সঙ্গে সভাপতি পাপনের কথা হয়ে গেছে। তিনি রাজি হওয়ার পরই জরুরি সভা ডেকে পরিচালকদের সমর্থন নেওয়া। কথা হোক বা নাই হোক সাকিব-ই যে বোর্ডের প্রথম পছন্দ বিশ্বকাপ দলের অধিনায়ক হিসেবে তাতে কোনো সন্দেহ নেই। এশিয়া কাপের দল ঘোষণার দিনই সবকিছু নিশ্চিত হবে।
সূত্র কালবেলা