Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

সর্বজনীন পেনশন স্কীমে অন্তর্ভুক্তির লক্ষ্যে শ্রীপুর ও মহম্মদপুর উপজেলায় স্পট রেজিষ্ট্রেশন

ESARA NEWS
মে ২৬, ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ । ১৩৭ জন
Link Copied!

ডেক্স :(ক) গতকাল ৩০ এপ্রিল, ২০২৪ তারিখ দুপুর ১২.০০ টায় উপজেলা প্রশাসন, শ্রীপুর, মাগুরা এর আয়োজনে সর্বজনীন পেনশন স্কীম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা ও স্পট রেজিষ্ট্রেশনের আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।

জনাব মোছা: মমতাজ মহল, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর, মাগুরা এর সার্বিক তত্ত্বাবধানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দদের নিয়ে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। পরবর্তীতে সর্বজনীন পেনশন স্কীমে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে হেল্প ডেস্ক ও রেজিষ্ট্রেশন বুথের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।

খ) একই দিন বেলা ৩.৩০ মিনিটে জনাব পলাশ মণ্ডল, উপজেলা নির্বাহী অফিসার, মহম্মদপুর উপজেলায় সর্বস্তরের মানুষের সমন্বয়ে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও স্পট রেজিষ্ট্রেশনের আয়োজন করা হয়।সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক। উক্ত অনুষ্ঠান শেষে উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে একটি সর্বজনীন পেনশন স্কীমে রেজিস্ট্রেশনের সুবিধার্থে হেল্প ডেক্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ ডেস্কের মাধ্যমে যেকোন ব্যক্তি তার নিজের তথ্য প্রদান করে স্পটে রেজিস্ট্রেশনের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কীমে অন্তর্ভুক্ত হতে পারবেন। একই সাথে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক।

উক্ত সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন যে, সর্বজনীন পেনশন স্কীম একটি যুগান্তকারী পদক্ষেপ। সমাজের প্রত্যেক ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় নিয়ে আসতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপস্থিত সকলকে এ বিষয়টি সকলের জ্ঞাতার্থে নিজ নিজ অবস্থান থেকে ছড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করেন।

আসুন, আমরা সকলে জাতীয় পেনশন স্কীমে অন্তর্ভুক্তির মাধ্যমে নিজের ও পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করি ও অন্যকেও উৎসাহিত করি।

#মিডিয়া_সেল
#জেলা_প্রশাসকের_কার্যালয়_মাগুরা

বিভাগীয় কমিশনার খুলনা