বিশেষ প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ) উপলক্ষে আজ বেলা ২:৩০ টার দিকে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ মাগুরা জেলার শালিখা এবং মহম্মদপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক বলেন যে, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন যে, নির্বাচন পরবর্তী সময়েও শান্তি শৃঙ্খলা বজায় রাখার যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহবান জানান এবং এ ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের প্রতি দৃঢ় অবস্থানের প্রত্যয় ব্যক্ত করেন। ভোটারদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
#মিডিয়া_সেল
#জেলা_প্রশাসকের_কার্যালয়_মাগুরা
বিভাগীয় কমিশনার খুলনা
https://slotbet.online/