🌺 #শ্রী_গণেশ_চালিসা 🌺
🔱 সিদ্ধিদাতা বুদ্ধিদাতা গণপতি দেবতাকে ভক্তিভরে স্মরণ 🔱
—
🪔 দোহার
জয় গণেশ গিরিজা-সুত, জয় গজানন।
মঙ্গলমূর্তি সদা, করো ভক্ত জন রক্ষণ॥
—
🕉 চালিসা (বাংলা অনুবাদ)
১।
শ্রী গণেশ শরণে আসি, করি তোমায় প্রণাম।
দুর্জয় বাধা হটাও, রাখো নিত্য ধাম॥
২।
পীত বসন শোভে গায়ে, কণ্ঠে ফুলের মালা।
মুকুট মণি রত্নজটিত, দীপ্ত শোভা বালা॥
৩।
তুন্ড বড়, নেত্র টানাটানি, কর জোড়া চার।
ডান হাতে অঙ্কুশ ধরি, বাঁ হাতে লাড্ডু ভার॥
৪।
গজানন রূপ বিরাজে, দেহে লাল রং।
সিদ্ধি-বুদ্ধি পাশে বসে, করিতে গান গং॥
৫।
মোদের দুঃখ দূর করো, দাও আশীর্বাদ।
দেহো বিদ্যা, দেহো বুদ্ধি, হোক না মোর অপবাদ॥
৬।
তোমার নাম লয়ে যদি, আরম্ভ করি কাজ।
সেই কাজ সিদ্ধ হয়, না থাকে কোনো লাজ॥
৭।
বসো রিদয় মাঝে মোদের, করো নিত্য বাস।
জন্মে জন্মে পাই যেন, তোমার চরণ স্পর্শ॥
৮।
রিদয় মাঝে জপে যেই, তোমার পবিত্র নাম।
তার জীবনে কভু নাহি, আসে দুঃখ-যাম॥
৯।
বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, করিছে তোমার স্তব।
সকল দেবের আগমে, তুমিই প্রথম রব॥
১০।
সুন্দর গজমুখ দেখিলে, মনের দুঃখ হারায়।
কৃপা দৃষ্টিতে চাহিলে, সংসার সুখ পায়॥
১১।
একদন্ত, লম্বোদর তুমি, মূষক বাহন হে।
বিপদে রক্ষা করো সদা, শুনো ভক্তেরে॥
১২।
শিব-পার্বতী পুত্র তুমি, জগতের উপকারী।
দুর্ভোগে দাও পরিত্রাণ, তুমিই সংসার ভারী॥
১৩।
নরনারী যেই স্মরে, হৃদয় ভরে নাম।
তাদের সর্বদা তুমি, রাখো তোমার ধাম॥
১৪।
পাঠক যে গায় চিত্তে, চালিসা গুণগান।
তার জীবন হোক পূর্ণ, সফল সকল মান॥
১৫।
চৌরাশি লক্ষ যোনিতে, না হোক তার জন্ম।
শ্রীগণেশ কৃপা হলে, মোচে সকল কর্ম॥
—
🪔 শেষ দোহার
শুভ সিদ্ধি দাতা তুমি, করো আমাদের দয়া।
শ্রীগণেশ বিনা নয় কাহারো মঙ্গলময় কায়া॥
—
🙏 জয় শ্রী গণেশ 🙏
শুভ বুদ্ধির আরাধ্য, সকল বাধা-বিপদের বিনাশকারী।
https://slotbet.online/