||”শ্রীমদ্ভাগবত গীতার অমৃত বাণী চিরন্তনী।🙏❤️
গীতায় তুমি বলেছিলে গোবিন্দ, আসবে ফিরে ধরা ধামে। যখন হবে ধর্মের অধঃপতন, আসবে তুমি সাধুদের পরিত্রাণে। মানুষ আর মানুষ নেই গোবিন্দ, ধর্ম নেমেছে রসাতলে। এবার তোমাকে আসতেই হবে গোবিন্দ মোদের এই ধরাতলে।🙏🙏
আর কতোদিন চলবে প্রভু, মানুষের ওপরে এই অত্যাচার। এবার তুমি এসো গোবিন্দ করো সেই পাপীদের বিচার।🙏🙏
বন্ধ হোক ধর্মের ভেদা-ভেদ সবার উপরে হোক মনুষ্যত্ব।স্তব্ধ হোক মানুষের কান্না-হাহাকার আর অমানবিকক্ত।
তোমার ভরসায় বেঁচে আছে লক্ষ কোটি সনাতনীর প্রাণ। পাপীদের তুমি বিচার করো হে প্রিয় ভক্তের ভগবান।🙏🙏
পাপীদের প্রভু শাস্তি আর বিচার চাই এই অমানবিকতার। যেভাবে তুমি কংস বধ করে বন্ধ করেছিলে সমস্ত পাপাচার।🙏🙏
চোখের জল আর রক্ত আজ মিলেমিশে একাকার।
এবার তোমায় বন্ধ করতেই হবে পাপীদের সব অনাচার।🙏🙏
পাপীদের হোক বিনাশ, ধর্মের হোক পরিত্রাণ।
অমানবিকতার বিচার করো হে মোদের ভগবান।🙏🙏
🙏🙏হরে কৃষ্ণ🙏🙏
https://slotbet.online/