শ্রীমদ্ভগদগীতায় বলা হয়েছে:–
শ্রেয়ান স্বধর্মো বিগুন পরধর্মাৎ সানুষ্ঠিতাৎ।।
স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ।। ৩/৩৫
অর্থাৎ :- নিজের ধর্মে যদি সামান্যতম দোষ ও থাকে তাও নিজের ধর্মই শ্রেষ্ট। নিজ ধর্মই উত্তম রুপে অনুষ্ঠিত। নিজ ধর্মে নিধনও কল্যাণকর। কিন্তু অন্য ধর্ম গ্রহন করা ভয়াবহ।।
আমাদের কখনোই নিজের ধর্ম ত্যাগ করা উচিৎ নয়।
সনাতন আমাদেরকে হিংসা, বিদ্বেষ , এবং সকল খারাপ থেকে নিজেকে দূরে রাখার শিক্ষা দেয়, সনাতন আমাদেরকে শেখায় নৈতিকতা, পরমতসহিষ্ণুতা, সহনশীলতা, নারীর প্রতি সম্মান, সত্যবাদীতা , সনাতনই একমাত্র ধর্ম যে ধর্ম নারীকে দেবীজ্ঞানে পূজা করে,সনাতন পৃথিবীর সকল জাতি, সকল ধর্ম, সকল বর্ন নির্বিশেষে সকলকে সম্মান দিতে ও ভালোবাসতে শিক্ষা দেয়। সনাতন বলে সকল ধর্মই সত্য।
“সনাতন ধর্মের মর্মকথা, সবার উপরে মানবতা”।
চন্ডীদাস বলেছেন ” সবার উপরে মানুষ সত্য , তাহার উপরে। নাই” । আমরা যে ধর্মের, যে জাতেরই হই না কেন আমরা সবাই মানুষ এই শিক্ষা আমরা সনাতন থেকে পাই।
পরিশেষে একটা কথা, মানুষকে ভালোবাসতে, নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন, নিজ ধর্মগ্রন্থ পড়ুন এবং জানুন সনাতন ধর্ম কি? এবং ধর্মের আদর্শে নিজের জীবন গড়ে তুলুন।
লজ্জা, ভয় নয় , গর্ব করে বলুন:-
” আমি গর্বিত , আমি সনাতনী”🔱🙏🏻🚩
হরে কৃষ্ণ ,🙏🏻, রাঁধে রাঁধে 🙏🏻💕
#ronigharami
https://slotbet.online/