🌺🌺শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী 🌺🌺
পর্ব ১
শ্রীকৃষ্ণের স্বরূপ দুটি ভাগে ভাগ করা যায় তার একটি হচ্ছে আচ্ছাদিত, এবং অন্যটি হচ্ছে প্রকট। শ্রীকৃষ্ণ যখন বিভিন্ন বেশভূষায় সজ্জিত থাকেন তখন তাঁর স্বরূপ আচ্ছাদিত। তার আচ্ছাদিত স্বরূপের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ভাগবতের দ্বারকালীলায় রয়েছে। কখনো কখনো শ্রীকৃষ্ণ স্ত্রী বেশ ধারণ করে লিলাবিলাস করতেন। তার সেই রূপ দেখে উদ্ভব বলেন আহা। কি আশ্চর্য কৃষ্ণ যেভাবে ভক্তিরসে আমার হৃদয়কে দ্রবীভূত করে তোমাকে আকর্ষণ করেন, এই স্ত্রীলোকটা ঠিক সেভাবে আমাকে আকর্ষণ করছেন। আমার মনে হয় শ্রীকৃষ্ণ নিশ্চয়ই স্ত্রীরূপ ধারণ করেছেন।।
শ্রীকৃষ্ণের প্রকট স্বরূপ দেখে এক ভক্ত তাঁর রূপমাধুরীর স্তব করে বলেন ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ কি অপূর্ব মাধুর্যমণ্ডিত। তাঁর গ্রীবা শঙ্খের মতো তার চক্ষু এত সুন্দর যে তা দেখে মনে হয় তাদের কাছে পদ্ম ফুলের সৌন্দর্যও ম্নান হয়ে গেছে।
তার দেহের বর্ণ তমালের মত ঘনশ্যাম। তার মস্তক ঘনকেশের দ্বারা আচ্ছাদিত। বক্ষে তাঁর শ্রীবাৎস চিহ্ন এবং হাতে তার শঙ্খ। এইরকম সুন্দর রূপ নিয়ে মধুসূদন প্রকাশিত হয়েছেন তার দিব্য গুণাবলী প্রদর্শন করে তিনি আমাদের ডিব্বা আনন্দ প্রদান করেছেন।
🌺🌺 শ্রীকৃষ্ণের গুণাবলী গুলো হলো:
১.তার সমস্ত শরীর অপূর্ব মাধুর্যমণ্ডিত, ২.সমস্ত শুভ লক্ষণ যুক্ত ৩.অত্যন্ত মনোরম ৪.জ্যোতির্ময় ৫. বলবান ৬.নিত্য নবযৌবন সম্পন্ন ৭. সমস্ত ভাষা পারদর্শী ৮.সত্যবাদী ৯.প্রিয়ভাষী ১০.বাকপটু ১১.পরম পণ্ডিত ১২.পরম বুদ্ধিমান,১৩.অপূর্ব প্রতিভাশালী ১৪.বিদগ্ধ ১৫.অত্যন্ত পারদর্শী ১৬.পরম দক্ষ ১৭. কৃতজ্ঞ ১৮. দৃঢ় প্রতিজ্ঞ ১৯.স্থান কাল পাত্র সম্বন্ধে বিচার করতে অত্যন্ত সুদক্ষ ২০. বৈদিক তত্ত্ব জ্ঞানের পরিপ্রেক্ষিতে দর্শন করতে এবং উপদেশ দিতে অত্যন্ত পারদর্শী ২১. পবিত্র ২২.সংযত ২৩.অবিচলিত ২৪. জিতেন্দ্রিয় ২৫. ক্ষমাশীল ২৬.গম্ভীর ২৭.আত্মতৃপ্ত ২৮.সমদৃষ্টি সম্পন্ন ২৯. উদার ৩০.ধার্মিক ৩১.বীর ৩২.কৃপাময় ৩৩.শ্রদ্ধাবান ৩৪. বিনীত ৩৫.বদান্য ৩৬.লজ্জাশীল ৩৭.শরণাগত জীবের রক্ষক ৩৮সুখী ৩৯.ভক্তের হিতৈষী ৪০. প্রেমের বশীভূত ৪১. সর্ব মঙ্গলময় ৪২. সবচাইতে শক্তিশালী ৪৩.পরম যশস্বী ৪৪. জনপ্রিয় ৪৫. ভক্তবৎসল ৪৬. সমস্ত স্ত্রীলোকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ৪৭. সকলের আরাধ্য ৪৮. সমস্ত ঐশ্বর্যের অধিকারী ৪৯. সকলের মননীয় ৫০. পরম নিয়ন্তা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই ৫০ টি গুণ সমুদ্রের গভীরতার মত পূর্ণরূপে বিরাজমান।
বিঃদ্রঃ ভুল হলে ক্ষমা করবেন। আরো অনেক গুণাবলী আছে তা আগামী পর্বে।।
🙏🙏 জয় শ্রী কৃষ্ণ 🙏🙏
https://slotbet.online/