🔱 শিব কি আপনার প্রতি প্রসন্ন হলে “কৃষ্ণ ভক্তি” দেন?
উত্তর — না! একেবারেই না!
🚩 শিব কারো মাধ্যমে নয় — নিজেই পরম ব্রহ্ম।
তিনি “কৃষ্ণ ভক্তি” দেন না, তিনি দেন নিজের ভক্তি, শিব ভক্তি, শিবজ্ঞানে স্থিতি।
🔸 শাস্ত্রে পরিষ্কার আছে —
কৃষ্ণকেও শিবের উপাসনা করতে হয়েছিল।
রুদ্র অনুমতি না দিলে, কৃষ্ণের কোন সিদ্ধি সম্ভব ছিল না।
🕉️ শিবের কৃপায় কৃষ্ণ নয় —
শিবের কৃপায় শিবই লাভ হয়।
🔱 শিব ভক্তর লক্ষ্য — শিবই।
ভ্রান্তি নয়, মোক্ষই হয় পরিণতি।
📌 তাই যারা বলে —
“শিব প্রসন্ন হলে কৃষ্ণ ভক্তি দেন,” তারা শিবতত্ত্ব বোঝেনি।
তারা শিবকে কৃষ্ণের দাসে নামিয়ে আনে — যা মহাপাপ!
👉🏾 শিব কারো দ্বারা নয়, তিনি নিজেই প্রেরক, নিজেই পূজ্য, নিজেই পরম।
#পরমেশ্বর_শিব
#শিবই_সর্বোচ্চ
#শিবভক্তি_ই_মোক্ষ
#ভ্রান্তি_ভাঙাও 🚩
https://slotbet.online/