বিশেষ প্রতিনিধি : কপাল জোরে জীবনে রক্ষা পেল শালিখা উপজেলার টিওরখালী গ্রামের অখিল বিশ্বাসের নাবালিকা মেয়ে। গত রাতে উপজেলার টিওরখালী গ্রামে ১১ টার দিকে অখিল বিশ্বাসের নাবালিকা মেয়ের রুমের টিনের বেড়া কেটে বাড়ির সন্নিকটে ফটকী নদীর পাশের পাটক্ষেতে নিয়ে যায়।রাত ১ টার দিকে চেতনা ফিরে পেলে তার চিৎকারে পাশের বাড়ির লোকজন তাকে বিধ্বস্ত দেখতে পায়। ফাঁসির দড়ির মত দাগ তার গলায় দেখা যায়। শালিখা থানা পুলিশ আজ সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। মেয়েটি যৌন হয়রানীর শিকার হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্যে পুলিশ ভিকটিমের ব্যবহ্রত পোষাকাদী সংরক্ষণ করেছে। মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের নিকটজনদের সাথে আলাপ করলে, যৌন হয়রানীর হয়েছে বলে তারা সন্দেহ প্রকাশ করেন। ভীত সন্ত্রস্থ মেয়েটির স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত এবং চিকিৎসকের বর্ননা ছাড়া সঠিক ঘটনা কি ঘটেছে বলা সম্ভব নয়, জানিয়েছে শালিখা থানা পুলিশ।দুর্বৃত্তরা সংখ্যায় ৩/৪ ছিলো বলে মেয়েটি ও মা-বাবার ভাষ্যে জানা যায়। গলায় রশি পেচিয়ে শ্বাস রোধ হয়ে মৃত্যু হয়েছে নিশ্চিত হয়ে, মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায়-এ মত নিকটজনদের। স্রেফ হত্যা, না কি যৌন হয়রানী ও হত্যা, তা জানা যাবে আন্তরিক তদন্তের পরে।মেয়ের উপর এ অত্যাচার ও নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।
এ ঘটনার তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি জানিয়ছেন পরামর্শ মূলক সংগঠন শ্রী ইন্দ্রনীল এন্ড এসোসিয়টস্ এর মহাসচিব সিনিঃ প্রভাষক জাহাঙ্গীর আলম কানন।[:]
https://slotbet.online/