বিশেষ প্রতিনিধি : শালিখার চুকিনগর গঙ্গা মন্দির প্রঙ্গনে গঙ্গাপূজা ও গঙ্গাস্নান উৎসব ২০২৪ অনুষ্ঠিত। প্রধান অতিথি মাগুরা ২ আসনের এমপি ড.শ্রী বীরেন শিকদার।
মাগুরার শালিখা উপজেলার চুকিনগর গঙ্গা মন্দির প্রঙ্গনে গঙ্গাপূজা ও গঙ্গাস্নান উৎসব ২০২৪ রবিবার অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার।
প্রধান বক্তা ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.শ্যামল কুমার দে।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন পূজা মন্দিরের সহ সভাপতি প্রদীপ কুমার মন্ডল।
সঞ্চালক ছিলেন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সীতান চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী,অফিসর ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, ওসি তদন্ত মিলোন কুমার ঘোষ, জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াচুর রহমান শিকদার, ভাইস চেয়ারম্যান এ্যাড.সজীব আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নির্মল বিশ্বাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক সোহাগ বিশ্বাস, তথ্য ও প্রচার সম্পাদক তুহিন বিশ্বাস।