মো: কাউম মুন্সি : শার্শা থানাধীন ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মাদক দ্রব্য ফেনসিডিল সহ আল মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) ভোর রাতে শার্শা ইছাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আল মামুন (২০) পাঁচভূলাট গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান (পিপিএম) বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
https://youtu.be/e9VeNFdh9hI?si=n6gdKC2DNBmOiGJR
https://slotbet.online/