রামসাগর ট্রেন নিয়ে কিছু কথা…
গাইবান্ধা জেলাবাসীর সকালে সুন্দর সময় রংপুরে এসে এবং বিকেলে সুন্দর একটা সুইটেবল টাইমে রংপুর থেকে গাইবান্ধা(বোনারপাড়া) যেতে ট্রেনটি বোনারপাড়া হতে পার্বতীপুর পর্যন্ত চালানো উত্তম সিদ্ধান্ত হবে।
দিনাজপুর ওয়াশপিট বর্তমানে পরিত্যক্ত।
রংপুর ওয়াসপিট না থাকার কারণে একটি ট্রেন দিয়ে বোনারপাড়া রংপুর সকালে একবার,
রংপুর বোনারপাড়া সকালে একবার,
দুপুরে বোনারপাড়া রংপুর একবার এবং
বিকালে/সন্ধায় রংপুর বোনারপাড়া একবার
মোট ৪ ট্রিপ থেকে বঞ্চিত হচ্ছে গাইবান্ধা জেলাবাসী।
রুট বোনারপাড়া দিনাজপুর হলে সকাল ৬ টায় বোনারপাড়া ছেড়ে দিনাজপুর দুপুর ১২ টা। এমটি রেক পার্বতীপুর এনে ফিট দিয়ে দিনাজপুর যেয়ে দিনাজপুর ছাড়তে আনুমানিক ৬ টা বেজে যাবে এবং বোনারপাড়া পৌছাতে রাত ১২:৩০ বেজে যাবে। পথিমধ্যে রংপুর এক্সপ্রেস রামসাগর কে ওভারটেক করে চলে যাবে।
রাত ১২ঃ৩০ এ নেমে সাঘাটা, জুমারবাড়ি, ফুলছড়ি যেতে পারবেন কিনা তা আপনারাই ভালো জানেন ।
ওয়াশপিট সাপেক্ষে বোনারপাড়া পার্বতীপুর চালানো হয়তো সঠিক সিদ্ধান্ত হবে।
তবে রেলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।
আমরা শুধু আপনাদেরকে ধারণা দিলাম মাত্র।
ধন্যবাদ