পড়ুন ভালো লাগবে) যে স্ত্রী তার স্বামীকে সম্মান করতে জানেনা তার জীবনের সবকিছুই অপূর্ণ।
স্বামী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বাস্তব কথা আপনারা মন দিয়ে পড়বেন শেষ পর্যন্ত পড়বেন ভালো লাগবে
স্বামী!সে যেই হোক যেমনই হোক সে আমার স্বামী। আমার জীবনে এই একটা মানুষ ছাড়া কাউকে নিয়ে আমার বিন্দু পরিমান মাথা ব্যথা নেই থাকাটা দরকার ও মনে করিনা আমি।
আমার কারো ভালোবাসা বা হিংসা বা রাগ কিছুই গায়ে লাগেনা আমার স্বামীর সামান্য উচু গলায় ও আমি কান্না করি সামান্য মন খারাপ দেখলেও আমার চিন্তা হয়,কিন্তু এই অনুভূতি আমার পরিবারের অন্য কোনো সদস্যর জন্যে আসেনা।এতে আমি অন্যায় কিছু মনে করিনা আমার কবুল বলার পর থেকে সেই আমার দুনিয়া সে ব্যতিত কারো পরোয়া করার সময় আমার নেই।
আমার স্বামীকে ঘিরেই আমার সবকিছু এতে আমি কাউকে কৈফিয়ত দেয়ার প্রয়োজন মনে করিনা।আমি আমাদের সম্পর্কের ভিতর যাই হোক অন্য কারো হস্তক্ষেপ একদমই পছন্দ করিনা।
আমি কখনো আমার স্বামীর কাছে স্বাধীনতা চাই না কারণ এখনকার যুগে স্বাধীনতা মানে অশ্লীলতা তাছাড়া আর কিছুনা।আমি চাই সে আমাকে ফলো করুক আমার সোশাল সাইড এর সব পাসওয়ার্ড তার কাছে থাকুক সে দেখুক তার স্ত্রী ভুল পথে চলে যায় কিনা।আমি কোথাও গেলে খোজ নিক কার সাথে গেছি কই গেছি। স্বামী তো আমার চরিত্রের রক্ষাকারী তার অধিকার সে আমাকে শয়তানের ফিতনা থেকে রক্ষা করুক। স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি আবার কি জিনিস ভাই!
আমার বোঝার দরকার ও নাই। স্বামী আমার স্বাধীনতা স্বামী ই আমার ঘর বাড়ি এতে আমার সন্মানে আঘাত লাগবেনা একটুও।আমার ইনডিপেনডেন্ট নারী হওয়ার কোন শখ নাই স্বামীর যথেষ্ট সামর্থ থাকলে আমার দরকার নাই সন্মান বাড়াইতে ইনডিপেনডেন্ট হওয়া। আমার স্বামীর যা সবই আমার সর্বপ্রথম হক আমার তার সবকিছুর উপর তাহলে আমার স্বামীর উপর নির্ভর করতে আমার সন্মানে কেন লাগবে।সরি ব্রো আমি এই নারীবাদী আজাইরা মনোভাবের কপালে ঝাড়ু মারি। আমার স্বামী আছে আমার কোনরকম আকাইম্মা স্বাধীনতা দরকার পড়েনা আকাইম্মা সেল্ফ ডিপেন্ডেন্ট হওয়ার দরকার পড়েনা।
অনেকে বলবেন লাভ ম্যারেজ হইছে এজন্যএতো কথা।ভাই আমার যদি সজ্ঞানে আমার শত্রুর সাথেও বিয়া হইতো তাইলেও এই একই বলতাম। স্বামীর উপরে দুনিয়ায় কিছু নাই। এখন বলতে পারেন স্বামীর এতো ভক্ত তাইলে ঝগড়া কেমনে হয়!ঝগড়া বা রাগ অভিমান এগুলো কি তাহলে রাস্তার পুরুষের সাথে করব। সেটা করা যায় না নিজের স্বামী ছাড়া অন্য কারো সাথে।
স্বামী ভালো পাওয়া অনেক বিশাল বড় ব্যাপার
প্রতিটি মেয়ে যদি এইভাবে ভাবতো তাহলে আমাদের সমাজে কোন পরকীয়া থাকত না ,সংসারে কোন ঝগড়া ঝামেলা এগুলো কিছুই থাকত না,তাহলে তাদের সংসার হতো সুখের এবং আনন্দের ,আল্লাহ যেন প্রতিটি মেয়ের মনে এরকম চিন্তা ভাবনা দিয়ে দেন। (সংগ্রহকৃত)।