ইন্দ্রনীল বিশ্বাস : যার সঙ্গ পেয়ে, বঙ্গবন্ধুকে দেখতে না পারার কষ্ট ভুলেছি।
দেশে বিদেশে আমাদের পরিবারের সাথে যাদের সম্পর্ক আছে, একটু দুর সম্পর্কিত যারা তারা অধিকাংশই স্বর্গীয় শ্রী দুলাল চন্দ্র বিশ্বাসকে আমার পিতা মনে করতেন।আসলে তিনি আমার পিতৃতুল্য বড় ভাই।আমার দ্বিতীয় জন্মদাতা। প্রতিপালক ছিলেন।পিতার অনুপস্থিতি তিনি কখনো বুঝতে দেননি।
Baba, miss you.
HAPPY FATHER’S DAY.
কয়েক বছর পূর্বে বাবা দিবস সম্পর্কে লিখতে যেয়ে লিখেছিলাম বাবার কোনো ছবি কোনো উৎস থেকেই সংগ্রহ করতে সক্ষম হইনি!খুব ছোট যখন আমি,তিনি তখন পৃথিবীর মায়া ত্যাগ করেন।বাবা দিবস উপলক্ষে আমি আমার স্বর্গীয় পিতাশ্রী, পিতৃতুল্য দাদাশ্রীসহ স্বর্গগত সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করি।সকলকে সংসার ও সমাজের বয়স্কজনের সাথে মানবিক সম্পর্ক স্থাপনের বিনীত অনুরোধ জানাই।
[ছবিটি পিতৃতুল্য দাদাশ্রী দুলাল চন্দ্র বিশ্বাসের]
আমরা যেনো তার মত দেশপ্রেমিক হতে পারি,সকলের নিকট সেই সহযোগিতা ও দেয়া/আর্শীবাদ কামনা করি।
আপাদমস্তক একজন সৎ রাজনীতিবিদের দীর্ঘ সময় সাহচর্য পেয়েছি আমৃত্য,এটি গর্বের সাথে উচ্চারণ করতে পারি।
https://slotbet.online/