বিশেষ প্রতিনিধি : গতকাল ০৫ আগস্ট, ২০২৩ তারিখে মাগুরা জেলায় যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সকাল ১০:০০ টায় নোমানী ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক,মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।
এসময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানবৃন্দ ও মাগুরার সর্বস্তরের জনগণ।
পুষ্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জনাব মো: সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য, মাগুরা-০১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মশিউদ্দৌলা রেজা,পিপিএম(বার),পুলিশ সুপার, মাগুরা; জনাব পঙ্কজ কুমার কুন্ডু,চেয়ারম্যান, জেলা পরিষদ, মাগুরা; জনাব আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সভাপতি, জেলা আওয়ামী লীগ, মাগুরা; জনাব মো: আবু নাসির বাবলু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মাগুরা সদর, মাগুরা; জনাব ডা. শহীদুল্লাহ দেওয়ান, সিভিল সার্জন, মাগুরা; জনাব মো:খুরশীদ হায়দার টুটুল, মেয়র, মাগুরা পৌরসভা, মাগুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।
জেলা প্রশাসক,মাগুরা তাঁর বক্তব্যে বলেন যে, মাত্র ২৬ বছরের ক্ষুদ্র জীবনে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল রাজনীতি, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে যে অবদান রেখে গেছেন, তা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
জেলা প্রশাসক আরও বলেন যে, মানুষের মন জয় করে খুব সহজেই সকলকে আপন করে নেয়ার মতো একটা সম্মোহনী শক্তি ছিলো তাঁর মধ্যে। স্কুল জীবন থেকে বিশ্ববিদ্যালয় জীবনে বিনয়ী ও মার্জিত বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল তার মানবিক গুণাবলী ও সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য বন্ধু, সহপাঠী সকলের কাছেই সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ব্লক ও বাটিক প্রিন্টিং ট্রেডে প্রশিক্ষণ সমাপ্তকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
বিকাল ৫:০০ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহিদ ক্যাপ্টেন শেখ কামাল স্মরণে জেলা প্রশাসন একাদশ বনাম মাগুরা পৌরসভা একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটি মাঠে বসে উপভোগ করেন জনাব মো: সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য, মাগুরা-০১।
উক্ত ম্যাচে সরাসরি অংশগ্রহণ করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ; পুলিশ সুপার, মাগুরা জনাব মো: মশিউদ্দৌলা রেজা। ম্যাচে মাগুরা পৌরসভা একাদশ ৫-৩ ব্যবধানে জয়লাভ করে। জেলা প্রশাসন একাদশের হয়ে চমৎকার দুইটি গোল করেন জেলা প্রশাসক, মাগুরা ও পুলিশ সুপার, মাগুরা।
# মিডিয়া সেল
জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা