হে মা আদিশক্তি নারায়ণী জগত জননী, তুমি বিষ্ণুপ্রিয়া, ব্রহ্মাণী, শিব অর্ধাঙ্গিনী। তোমা হতে সর্বদেবী হে মা ভগবতী, তুমি মা ষোড়শী ভুবনেশ্বরী বগলা ধুমাবতী।
তুমি দুর্গা কালী তারা, তুমি কাত্যায়নী, কামাক্ষা,ছিন্নমস্তা, মাতঙ্গী তুমি মা ভবানী। অন্নপূর্ণা,ভৈরবী,কমলা তুমি ঐশ্বর্যদায়িনী, মঙ্গলচন্ডী জগদ্ধাত্রী তুমি মা বিপত্তারিণী।
মহামায়া মা গায়ত্রী সকল দুঃখহারিনী, তোমার মায়ার এ সংসার হে মা ত্রিলোচনী। কত যে মাতা নাম তোমার এ তিনভুবনে, পাপপূণ্য সুখদুঃখ সবই তুমি বিশ্বজীবনে।তুমি ক্ষুধা তৃষ্ণা নিদ্রা অন্নদাত্রী মা শিবানী, জ্ঞান বিদ্যা বুদ্ধি তুমি বেদমাতা মা ব্রহ্মানী।
তুমি সৃজন জীবনমরন তুমি মুক্তিপ্রদায়িনী, তুমি যার সহায় মাতা সে সৌভাগ্যশালিনী। কোটিকোটি প্রনাম করি তোমায় মাতারানী,আমার হৃদয়মাঝে থাকো মা জগত্তারিণী।
https://slotbet.online/