Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফি বিন মর্তুজা এমপি! মাননীয় হুইপ!

ESARA NEWS
জানুয়ারি ২৭, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ । ১০৯ জন
Link Copied!

বিশেষ প্রতিনিধি : আজ দুটি কথা আপনাকে নিয়ে লিখবো।
ছোট্ট বেলায় পড়েছিলাম “অসি অপেক্ষা মসী অধিক শক্তিশালী ” তাই আমার অসি না থাকলেও যেটুকু মসী শক্তি আছে আমি চালিয়ে যাবো। কেউ আমার লেখা পড়ুক আর না পড়ুক আমি লিখেই যাবো।এটাই আমার প্রত্যয়।এটাই আমার ইচ্ছা, এটাই আমার ভিতরের দাবি।
এবার আসি মূল কথায়…..
২০০১ সাল হবে, বাংলাদেশ ক্রিকেটে এক আগুন ঝরা বোলার যুক্ত হয়েছে নাম তার মাশরাফি বিন মর্তুজা! নামের প্রতি সুবিচার করার আগেই শুনতে পেলাম তিনি ইনজুরি আক্রান্ত। ইংল্যান্ড গেছেন চিকিৎসা হতে। চার বা ছয় সপ্তাহের রেস্ট, এর মধ্যে খেলতে পারবেন না। দুমড়ে মুচড়ে গেল মনটা।
ইনজুরি থেকে ভালো হয়ে বাংলাদেশ দলে আবার আগুন ঝরা বল করা শুরু করলেন।ভক্ত হয়ে গেলাম মাশরাফির। বাংলাদেশ তখন হাঁটাহাঁটি পা পা করে দুই একটা ম্যাচ জেতা শুরু করছে।তাও আবার কেনিয়ার বিপক্ষে। জিম্বাবুয়ের নিকট হারে। শ্রীলংকার নিকট পাত্তাই পেত না। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজকে কে তো বাঘের মতো ভয় পেত বাংলাদেশ।
বলার ছিল শান্ত, তাপস বৈশ্য,স্পিনে মোহাম্মদ রফিক। তাছাড়া ভালো মানের কেউ ছিল না। স্পিন যায় হতো ফাস্ট বোলে তুলা ধুনা ধুনে দিতো। মাশরাফি যখন নিয়মিত খেলা শুরু করলো বাংলাদেশ ভারতকে হারিয়ে দিলো,পাকিস্তান কে সামান্যের জন্য জেতা ম্যাচ হেরে গেলো, কেঁদে ফেলতাম খেলা দেখে। প্রায়ই এমন হতো। তীরে এসে তরী ডুবে যেত। মন খারাপ হতো। তারপরও আমরা মাশরাফি, রফিক, এনামুল হক মনিদের জন্য আশায় বুক বেঁধে থাকতাম, এবার জিতবো।
বাংলাদেশ শিবিরে মোহাম্মদ আশরাফুল যখন আসলো আমরা অস্ট্রেলিয়া কে হারিয়ে দিলাম, তাদের মাঠে।আমাদের বোলার ভালো, ব্যাটসম্যান ভালো, ম্যাচ জেতা শুরু হলো। ২০০৭ বিশ্বকাপে আমারা দূর্দান্ত খেললাম।বাঘা বাঘা তিনটি দলকে হারিয়ে সেকেন্ড রাউন্ডে উঠলাম।
এই ভাবে অনেক ধারাভাষ্য দেওয়া যাবে অসংখ্য অসংখ্য ভালো প্লেয়ার আমাদের বাংলাদেশ টিমে আসা যাওয়া করছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
মাশরাফি আমাদের দল নেতা, কান্ডারী, নাবিক। তিনি সঠিকভাবে দল পরিচালনা করে জয়ের বন্দরে পৌঁছে নিয়ে গেছেন।
আজ, মাশরাফি কে নিয়ে আশরাফুল যে কথা বলছে, আমি মনে করি মাশরাফির আর খেলা উচিৎ না। তার মতো প্লেয়ার দুই তিন পা দৌড়ে বল করে?? তার বলে ব্যাটসম্যান চার ছয় মারার জন্য মুখিয়ে থাকে, ভাবলেন কেমন যেন মনে হয়।
মাশরাফি, বস, ক্যাপেটন আপনি আর খেলেন না। আপনার জন্য নাকি বিপিএলের মান কমে যাচ্ছে। আপনার জন্য নাকি একজন তরুণ বলার দলে চান্স পাচ্ছে না, আপনি আর খেলেন না। আপনি কিছু মনে না করলেও আমার মন হাউমাউ করে কেঁদে উঠছে।আপনি অবসর নেন। আপনি বিসিবির সভাপতি হোন,আপনি ক্রিকেট খেলা নিয়ে থাকেন, কোন সমস্যা নেই। বাংলার লক্ষ কোটি জনতা আপনাকে কোন দিন ভুলবে না। সবারই তো একদিন ছাড়তে হয়। আপনি ছেড়ে দেন। আমরা আপনার নিয়ে কেউ কথা বলুক সহ্য করতে পারছিনা। নক্ষত্রেরও পতন হয়।সেই ভাবেই না হলো আপনার পতন হোক, তাও চাই আপনি আর খেলেন না। সিলেট টিমের মালিক আপনাকে যতো চাপই দিক না কেন?? শান্তর নিকট দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি বসে যান। আপনার জন্য নাকি বিপিএল খেলার মেরিট কমে যাচ্ছে!! দেশে বিদেশে এই খেলা প্রচার হচ্ছে। আপনার নামে এই কলংক আর শুনতে মন চাচ্ছে না। এবার বসে যান। আপনার অবদান আমরা যারা আপনার সমসাময়িক বয়সের মানুষ কোন দিন ভুলবো না। আপনি মাশরাফি, আপনি ক্যাপ্টেন,আপনি বাংলাদেশ। স্যালুট মাশরাফি, স্যালুট ক্যাপ্টেন।