Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার মহম্মদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবসেরর তিন দিনব্যাপী উন্নয়ন মেলা মঙ্গলবার শেষ হয়েছে।

ESARA NEWS
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ণ । ১০৪ জন
Link Copied!

বিশেষ প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার মঙ্গলবার শেষ হয়েছে।

রোববার সকাল ১০টায় মাগুরা-২ আসনের সাংসদ ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রধান গেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহম্মদপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন সংসদ সদস্য । পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ ওসি বোরহান উল ইসলাম, ভাইস চেয়ারম্যান বরকত আলী, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসাইন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, ইকবাল আক্তার কাফুর উজ্জল, তৈয়েবুর রহমান তৈয়ব প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকল ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্য বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ১০টি স্টল অংশ নেয়।