মাগুরা প্রতিনিধি : প্রতারক বসির খাঁন (ছদ্মনাম), পিতা- মৃত মোঃ বিরাট খাঁন, মাতা- সুলতানা, গ্রাম- খাঁন পাড়া, মাগুরা সদর থানা
মেয়ে- মোছাঃ সুমাইয়া আক্তার সুমা, পিতা- মোঃ আব্দুল মালেক, মাতা- মোছাঃ সালেহা বেগম, গ্রাম- উদয়পুর, পোস্ট, থানা, জেলা ঝিনাইদহ।
ভুক্তভোগী সুমাইয়া আক্তার সুমা জানায়, ছদ্মনামের প্রতারক বসির খানের সাথে প্রথম দেখা ও সাক্ষাৎ হয় ঝিনাইদহ কেসি কলেজ থেকে ৩ মাস পূর্বে এবং তখন থেকেই তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক হয়। কিন্তু প্রকৃতপক্ষে বসির খান একজন হিন্দু (সনাতন) ধর্মীয় সম্প্রদায়ের অবলম্বী বলে দাবী করেন ভুক্তভোগী সুমাইয়া আক্তার। সুমা এর মাঝে বসীরকে নিয়ে মাগুরা, ঝিনাইদহ ও যশোরে ঘুরতে নিয়ে গেছে গত ১ মাস পূর্বে ৮/৬/২০২৪ ইং শনিবার মাগুরা নোটারী পাবলিক কার্যালয়ের মাধ্যমে বিয়ে করেছে বলে জানা যায়।
ছদ্মনামের বসির খান সাংবাদিক জানায় বিগত ৫ বছর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গৌড়িপুরের মোছাঃ লাকি আক্তার মিষ্টি নামের এক যুবতী মেয়ে চলে আসে ঘর ছেড়ে তার প্রেমের টানে বলে। এছাড়া সে তার ঠিকানা এলোমেলো ভাবে বলতে থাকে একবার বলে মাগুরা সদর উপজেলার খানপাড়া আবার কিছু সময় পর বলে শ্রীপুর উপজেলার চিলগাড়ি গ্রাম এবং তার মা দেবি বিদেশ প্রবাসী।[:]
https://slotbet.online/