বিদ্যুৎ বিশ্বাস : দেশের ১৬৯টি শহরে ৫৮০ বিলিয়ন রুপি ব্যয়ে ১০ হাজার ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা অনুমোদন দিয়েছে ভারতীয় সরকার। আজ বুধবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
আজ এক প্রেস ব্রিফিংয়ে ভারতীয় তথ্যমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, সরকারি ও বেসরকারি মালিকানায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে কেন্দ্রীয় সরকার ২০০ বিলিয়ন রুপির জোগান দেবে।
তবে প্রকল্পের বাকি অর্থ রাজ্য সরকার না বেসরকারি প্রতিষ্ঠান দেবে, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে রয়টার্স।
জ্বালানি তেল আমদানি ও গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভারতীয় সরকার। এসব পদক্ষেপের অংশ হিসেবে গণপরিবহনে প্রচলিত বাসের পরিবর্তে ইলেকট্রিক বাস নিয়ে আসছে সরকার। এমনকি এসব বাস তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকারি প্রণোদনাও দেওয়া হচ্ছে।
সারা দেশের সড়কে ১২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ৫০ হাজার ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের। এ জন্য দেশের রাজ্য সরকারের কাছ থেকে চাহিদাপত্র গ্রহণ করে বিভিন্ন কোম্পানির কাছ থেকে দরপত্র আহ্বান করছে কেন্দ্রীয় সরকার।
এ ছাড়া সংযোগ ও গতিশীলতা বাড়াতে আজ ৯ রাজ্যে ৩২৫ বিলিয়ন রুপির সাতটি রেলপথ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে ভারতীয় মন্ত্রিসভা।
সূত্র কালবেলা