প্রশ্ন:-ভগবানের কাছে কাঁদলে বা পায়ে অশ্রু ফেললে কী হয়?
উত্তর :-ভগবান ভারতীয় ধর্মের মধ্যে উপাধি, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য কে ভগ বলে। ঈশ্বরকে যখন এই ছয়টি গুনের অধীশ্বর রূপে আরাধনা করা হয় তখন তাকে ভগবান বলা হয়। হিন্দুধর্মে এটি দেবতা বা অবতারকে বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে বৈষ্ণবধর্মে কৃষ্ণের (বিষ্ণুর অবতার) জন্য এবং শৈবধর্মে শিবের জন্য।
প্রশ্ন কর্তা অবশ্যই সনাতন ধর্ম অনুসারী। যেহেতু আপনি ভগবানকে দেখতে পান না বা বুঝতে পারেন না, সেহেতু তার পায়ে অশ্রু দিবেন কি ভাবে? হ্যাঁ, তার জন্য কাঁদলে লাভ আছে কিন্তু আপনি কিসের জন্য কাঁদবেন? প্রান খুলে ভগবানকে স্বরন করুন, সৎ কর্ম করুন আর সাকাম কর্ম পরিত্যাগ করুন। ভগবান নিস্কাম কর্ম পছন্দ করেন তাই নিস্কাম কর্ম করুন। ভগবানের নিকট যা কিছু চাইবেন তা কখনোই পাবেন না কারন কোনো কিছু চাওয়ার যোগ্যতাই আমাদের নেই । আগে যোগ্যতা অর্জন করুন কারন তিনি বিশুদ্ধ ভক্ত পছন্দ করেন। হিন্দু ধর্মে ভক্তের ডাকে ভগবান আর ভগবান ভক্তকে আশীর্বাদ করেন। সুতরাং কর্মই ধর্ম অবশ্যই সৎ কর্ম, সদা সত্য কথা বলা, হিংসা ত্যাগ করা, লোভ না করা, মায়া ত্যাগ করা, প্রকৃতিকে ভালোবাসা ঈশ্বর লাভের উপায়। অন্যথায় ঈশ্বর সান্নিধ্য সম্ভাব না ।
https://slotbet.online/