আজকালের ব্যাস্ত জীবনে প্রত্যেকের বিনোদনের মাধ্যম হলো স্মার্ট ফোন, আর স্মার্ট ফোন হাতে থাকা মানেই বাচ্চা থেকে বড়ো সকলের কাছেই সোশ্যাল মিডিয়ার যুগ। কিন্ত বর্তমানে দর্শকরা একটু বেশিই প্রভাবিত হয় ছোটো ছোটো ভিডিও দেখে আর সেটা যদি আকর্ষণীয় হয় তো কোনো প্রশ্নই আসে না নিজেকে বোরিং অনুভব করার। দর্শকদের এতো চাহিদা দেখে তাদের বিনোদনের জন্য ফ্লিম মেকাররা ছোটো ছোটো ভিডিও ক্লিপ বা বোল্ড শর্ট ফিল্ম তৈরী করে থাকেন।
বহুদিন থেকেই মানুষদের অতিরিক্ত কাজের চাপ বেড়ে যাওয়াতে হুট হাট করে কোথাও ঘুরতে যেতে পারেন না, সেই কারণে অল্প সময়ে নিজের চিত্ত বিনোদনের মাধ্যম খুঁজে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়। কেউ ইউটিউবে আগ্রহী, কেউ বা ফেসবুক, ইনস্টাগ্রাম নানান রকম সাইটে নিজেদের সারাদিনের ক্লান্তি দূর করার চেষ্টা করে থাকেন। কিন্তু এবার বিনোদনের জগতে দর্শকদের মন কেড়েছে নতুনত্ব কিছু ছোটো ভিডিও , শুধু ছোটো ভিডিও নয় বিভিন্ন ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্ম ও কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করেছে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়।
যেখানে দর্শকদের কাছে ব্যাপক ভাবে ভাইরাল এখন ছোটো ভিডিও , ওয়েব সিরিজ সাথেই বিনোদনের নতুন মাধ্যম হলো শর্ট ফিল্ম।অ্যাডাল্ট কন্ট্যাক্ট হিসাবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে এই শর্ট ফিল্ম গুলি। অ্যাডাল্ট প্রজন্মের একটা বড় অংশ বিশেষ ভাবে আগ্রহী হয়ে উঠেছে এই ধরনের ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্ম গুলির জন্যে।
তার মধ্যে একটি ওয়েব সিরিজ দর্শকদের কাছে বিশেষ মন কেড়েছে, সেটির নাম Padosan se pyar ( পড়োসান সে প্যায়ার )।এটি একটি হিন্দি ওয়েব সিরিজ, যা অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিচিত হয়ে উঠেছে দর্শকদের কাছে। এই ওয়েব সিরিজটি কিছু দিন আগে ইউটিউবে ক্রাইম কাহিনী নামে একটি চ্যানেলে শেয়ার করা হয়েছিল। এই স্বল্প মাপের শর্ট ফিল্মটি ইতিমধ্যেই ৫ লক্ষ্য মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে অ্যাডাল্টদের দুনিয়ায়।