Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

বিষ্ণু পুরাণের কিছু উপদেশাবলী

ESARA NEWS
জুলাই ৪, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ । ১৮৪ জন
Link Copied!

!!*হরে কৃষ্ণ*!!

“।বিষ্ণু পুরাণের কিছু উপদেশাবলী।”

.*******-******-.-#-.-******-*******.

# প্রাচীন বৈদিক বা ভারতীয় শাস্ত্র ‘বিষ্ণু পুরাণ’ মূলত লক্ষ্মী, নারদ এবং গরুড়কে প্রদত্ত শ্রীবিষ্ণুর উপদেশ। এতে এক দিকে যেমন বর্ণিত হয়েছে ভগবদতত্ত্ব, তেমনই অন্য দিকে এই পুরাণ প্রাচীন ভারতীয় বিশ্বাস ও জীবন যাপনকেও ব্যক্ত করে। ‘বিষ্ণু পুরাণ’ এ বর্ণিত শ্রীবিষ্ণুর উপদেশাবলীর মূল লক্ষ্য স্থিতিশীল জীবনের দিক নির্দেশ।

# এই উদ্দেশ্যকে সিদ্ধ করতে বেশ কিছু বাধা-নিষেধও আরোপিত হয় এই উপদেশালির মাধ্যমে। ‘বিষ্ণুপুরাণ’ এই সূত্রেই কিছু বিষয়ের কেনা-বেচাকে নিষিদ্ধ করে। কারণ, এই দ্রব্য গুলোর বাণিজ্য নাকি জীবনকে অস্থির করে দেয়। এগুলো দেখে নেই কেমন সেই উপদেশাবলী।

**

ক. শাকসবজি কেনাবেচা মোটেই কাঙ্ক্ষিত নয়। কারণ, এ গুলো প্রকৃতির দান। অর্থের বিনিময়ে এদের বিক্রি করা যায় না।

খ. দরিদ্রকে লবণ বিক্রয় অনুচিত। তাদের লবণ দানই বিধেয়।

গ. দরিদ্রের চিকিৎসার জন্য অর্থ গ্রহণ অনুচিত।

 

ঘ. পশুপাখির মাংস বিক্রয় একান্ত গর্হিত কাজ। বৈষ্ণব মতে জীবহত্যা মহাপাপ।

 

ঙ. রান্না করা খাবার বিক্রয়ও গর্হিত কাজ।

 

চ. দধি কখনোই কেনাবেচার বস্তু হতে পারে না।

ছ. মধু এক পবিত্র বস্তু। তা কেবল শিবের প্রসাদ নয়, তার ঔষধ হিসেবেও প্রভূত ব্যবহার রয়েছে। মধু বিক্রয়ও নিষিদ্ধ।

জ. ঘি ও তেল বাড়িতে তৈরি বিধেয়। এগুলো ক্রয় বা বিক্রয়ের সামগ্রী নয়।

 

ঝ. পূজার উপকরণ হিসেবে সাদা কাপড় বিক্রি নিষিদ্ধ নয়। কিন্তু লাল কাপড় কেনাবেচা বিপজ্জনক।

ঞ. গুড় ও সাদা তিলের বাণিজ্যও নিষিদ্ধ, জানিয়েছে ‘বিষ্ণুপুরাণ’।

**

# অনেকে হয়তো ভাবতে পারে, যারা বিষ্ণু পুরান এখনো পড়েনি যে, এসব আবার কেমন নিয়ম! কিন্ত একটু ভাবলেই এর অন্তর্নিহিত কারণ অনুধাবন করতে সক্ষম হবে। এই সব বিধিনিষেধে বিস্মিত হওয়ার কিছু নেই। মনে রাখতে হবে, ‘বিষ্ণু পুরাণ’ যে সময়ে রচিত হয়েছিলো, সেই কালটি ছিলো বিনিময় অর্থনীতি থেকে বেরিয়ে বাজারের উদ্ভবের কাল। সে যুগে বসে পুরাণকার হয়তো রোধ করতে চেয়েছিলেন বাজার অর্থনীতির আগ্রাসনকে।

# বৈদিক সনাতন ধর্মীয় কথা কাহিনী পড়তে, জানতে এবং সংগ্রহে রাখতে ভিজিট করতে হবে, বাংলার সুবৃহৎ পেজ, নিচের পেজের লিঙ্কে।

https://www.facebook.com/krishnakatha.comkrishna/

।জয় সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ।

.

# পরমকরুনাময় সচ্চিদানন্দময় গোলোকপতি ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর একান্ত হ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারাণী আর সকল বৈষ্ণব ভক্ত পার্যদদের শ্রীচরণকমলে সবার মঙ্গলময়, কল্যাণময়, প্রেমময়, ভক্তিময়, মুক্তিময়, শান্তিময়, সুন্দরময় এবং আনন্দময় জীবনের জন্য প্রার্থনা আমাদের।(দেবেন্দ্র)

“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরে রাম হরে রাম

রাম রাম হরে হরে!!”

!!জয় হোক সকল ভক্তদের!!

!!জয় শ্রীকৃষ্ণ!! জয় শ্রীরাধে!!