বিবাহ কাকে বলে? বিবাহ কয় প্রকার? ও কি কি?
.
সমাজে একটি ছেলে ও একটি মেয়ে যখন উভয় উভয়ের দায়িত্ব নেওয়ার উপোযোগী হয়ে ওঠে তখন দুই পরিবারের কথবার্তার মাধ্যমে চার হাত এক করে দেওয়ার জন্য যে সমাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাকে এককথায় বিবাহ বলে।।
বিবাহ আট প্রকার। যথা…………..
(১) ব্রাহ্ম বিবাহ
(২) দৈব বিবাহ
(৩) আর্য বিবাহ
(৪) প্রজাপত্য বিবাহ
(৫) আসুর বিবাহ
(৬) গান্ধর্ব্ব বিবাহ
(৭) রাক্ষস বিবাহ
(৮) পৈশাচ বিবাহ
………………………………………………………………….
(১)গুনবান্ পাত্রকে আহ্বান করে যথাশক্তি অলঙ্কৃতা কন্যা দান করার নাম ব্রাহ্ম-বিবাহ।।
(২) পুরোহিতকে যজ্ঞে বরণ করে কন্যা দান করার নাম দৈব-বিবাহ।।
(৩) যজ্ঞাদি কার্য্য সম্পাদনের জন্য (পণস্বরুপ মনে না করে) বরের নিকট হতে একটি গাভী ও একটি বৃষ নিয়ে কন্যা দানের নাম আর্য-বিবাহ।।
(৪)”দুই জনে একত্রে ধর্ম্মাচরন কর”…… বলে কন্যা দানের নাম প্রজাপত্য-বিবাহ।।
(৫)পণ গ্ৰহণ করে কন্যা দান করার নাম আসুর-বিবাহ।।
(৬) পরস্পর অনুরাগবশতঃ পতিপত্নীত্বে আবদ্ধ হওয়ার নাম গান্ধর্ব্ব-বিবাহ।।
(৭)গায়ের জোরে মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিবাহ করার নাম রাক্ষস-বিবাহ।।
(৮) নিদ্রিতা , মত্তা বা আত্মরক্ষণে অনবহিতা কন্যাতে উপগত হওয়ার নাম পৈশাচ-বিবাহ।।
……………………………………………………………….
এতগুলি বিবাহের মধ্যে ব্রাহ্ম-বিবাহ হলো সর্বশ্রেষ্ঠ এবং পৈশাচ-বিবাহ হলো সর্ব্বনিকৃষ্ট।।
পুরোহিত: Devashis Chakraborty
(“পূজা-পাঠ”)
https://slotbet.online/