বিজ্ঞানীরা কেন সনাতন ধর্মে অবাক হয় ?
অনেকেই ভাবে ধর্ম মানেই অন্ধ বিশ্বাস।
কিন্তু জানেন কি ?
বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানীরা নিজেরাই **সনাতন ধর্মগ্রন্থ পড়ে অভিভূত** হয়ে গেছেন !
আইনস্টাইন বলেছিলেন:
“গীতা পড়লে বাকি সব কিছু তুচ্ছ মনে হয়।”
ওপেনহাইমার (পারমাণবিক বোমার জনক) বলেছিলেন:
“গীতা বিশ্বের সবচেয়ে সুন্দর দার্শনিক গান।”
হাইজেনবার্গ (Quantum Physics-এর জনক) বলেছিলেন:
“ভারতীয় দর্শন জানার পর কোয়ান্টাম থিওরি হঠাৎ অনেক অর্থবোধক হয়ে উঠল।”
কার্ল সাগান (Cosmos-এর নির্মাতা) বলেছিলেন:
“সনাতন ধর্মই একমাত্র ধর্ম যা বিশ্বাস করে, বিশ্ব বারবার জন্মায় ও মরে।”
ঋগ্বেদ, উপনিষদ, গীতা — এসব শুধু ধর্মগ্রন্থ নয়,
এগুলো **মহাজাগতিক বিজ্ঞান, মনোবিজ্ঞান ও আত্মজ্ঞানের এক অমূল্য ভাণ্ডার।**
বিজ্ঞান আজ যেসব সত্য আবিষ্কার করছে,
সেগুলোর বীজ সনাতন শাস্ত্রে বহু আগেই রোপণ করা হয়েছিল।
সনাতন ধর্ম কখনো কুসংস্কার নয় —
এটা এমন এক জ্ঞানধারা,
যার গভীরে গেলে বিজ্ঞানও মাথা নত করে।
জয় সনাতন 🙏🙏
(সংগৃহীত)
https://slotbet.online/