বাবার নাম রাম(অসিত মজুমদার)
তাই আমি রমা, রমা মজুমদার কেয়া, যশোরের মেয়ে।আমার ঠাকুমা, বাবা- কাকাদের নয়নের মনি ছিলাম, খুব আদরে কেটেছে ছোটবেলা। হাইস্কুলে পড়ি যখন নব্বই এর দশকে আমি সাইকেল চালিয়ে স্কুলে যেতাম, রাস্তায় নানা রকম ঝামেলায়ও পড়েছি কিন্তু আমার বাবা ছিল অত্যন্ত স্বাধীনচেতা সৎ একজন জনপ্রিয় মানুষ।
এসব ছোটখাটো বাধাকে কখনো পাত্তা দিইনি।এভাবে স্কুল, কলেজ শেষ করে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েও আশানুরূপ চাকরি পেলাম না, শেষমেশ সরাসরি নিয়োগে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক পদে ২০১০ সালে যোগদান করি। বাবার পর আরো সহযোগী মানুষ হিসেবে পেলাম আমার মনের মানুষটিকে স্বামী হিসেবে। কোনও কাজে কখনো বাঁধা তো দেইনি বরং উদার ও উন্নত মানসিকতার মানুষ সে(বর্তমানে পোল্যান্ড প্রবাসী)।
যাইহোক বাইক চালানোর প্রথম হাতেখড়ি ২০১০ সালে আমার স্বামীর হিরো হোন্ডা প্যাশন প্রো গাড়িটি নিয়ে, সে পেছনে বসে আমাকে শেখাতো।এভাবে তাকে পেছনে নিয়ে একদিন আমার ছোটবেলার বাড়ি(বাবার বাড়ি)গিয়েছিলাম। আর এখন আমার রানার স্ক্রুটি প্রায় ছয় বছর হলো চালাচ্ছি। যখন যেখানে ইচ্ছে ছেলেমেয়েদের নিয়ে সেখানেই চলে যেতে পারি, কারোর উপর নির্ভর করে থাকতে হয়না আমাকে।
স্কুলে নিয়মিত যাই স্ক্রুটি নিয়ে, তাতে রাস্তায় কত মানুষের যে চোখ কপালে উঠেছে আর এখনো ওঠে তা বলে শেষ করা যাবেনা। মনে হয় আমি কোন এক অদ্ভুত প্রানী, আগে কখনো দেখেনি। তবে আমি ড্যাম কেয়ার করি এসব পিছুটান মানুষদের। স্কুলের নানা প্রয়োজনে প্রধান শিক্ষক হিসেবে আমাকে যখন তখন বেরোতে হয়, এই স্ক্রুটি ছাড়া যেন আমার চলেই না, এতটা ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি। এগিয়ে চলা পৃথিবীতে আমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করি যে অন্তত আরো অনেক মেয়েদের অনুপ্রেরণা আমি।
রমা মজুমদার কেয়া
প্রধান শিক্ষক
মনিরামপুর আদর্শ সম্মিলনী সপ্রাবি
মনিরামপুর, যশোর।
Women’s Bikers Family
https://facebook.com/groups/830576490864506/
https://slotbet.online/