বাংলাদেশ সনাতন পার্টি (BSP) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যাোগে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর সিরাজদৌল্লা রোড সাব-এড়িয়া জয়নাব কলোনি হলে চট্টগ্রাম জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী নারায়ণ মজুমদার এর সভাপতিত্বে ও অর্থ ও দপ্তর সম্পাদক শ্রী নয়ন বিশ্বাংগ্রীর সঞ্চালনায় উক্ত সভার উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সন্মানিত সহ-সভাপতি শ্রী গৌরাঙ্গ প্রসাদ দে মান্যবর অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড শংকরমঠ থেকে আগত শ্রী শ্রীমৎ প্রণবানন্দ মহারাজ,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সন্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট সন্জয় চক্রবর্তী মহোদয়, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির সি. সহ-সভাপতি শ্রী রুপক দেবনাথ,
সহ-সাধারন সম্পাদক শ্রী গোপাল তালুকদার মহোদয়। এছাড়াও বাঁশখালি, পটিয়া, হাটহাজারী, চন্দনাইশ,আনোয়ারা,রাঙ্গুনিয়া, ফটিকছড়ি,লোহাগাড়া,রাউজান,বোয়ালখালি, বায়োজিদ,
চান্দগাঁও,চকবাজার,সদরঘাট,
কোতয়ালি,পতেঙ্গা সহ বিভিন্ন থানা,উপজেলা কমিটির সন্মানিত সভাপতি সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সন্মানিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বৃষ্টি বাদল উপেক্ষা করে উক্ত সভা সফল করার জন্য চট্টগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


সুত্র : ফেসবুক থেকে কপি পেস্ট
https://slotbet.online/