Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

বউ সেজে বসে ছিলি তখন..

ESARA NEWS
মে ৩১, ২০২৪ ১২:৪২ পূর্বাহ্ণ । ১৩৪ জন
Link Copied!

আহিয়ান অরনির দুহাত দেয়ালে শক্ত করে চেপে ধরে…অরনির গলায় মুখ ডুবিয়ে দিল..অরনি তো জমে বরফ হয়ে যায় যায় অবস্থা…কিন্তু বরফ হওয়ার আগেই গলায় ব্যথা অনুভব করলো….।
অরনি: আহহ…ছাড়ুন.. কি করছেন কি..?
আহিয়ান অরনির গলায় কিসস নয় বাইট করেছে…
আহিয়ান: কেনো sweetheart তুমি কি ভেবেছিলে…? তোমার সাথে রোমান্স করবো…???[ হাত বাকিয়ে পিছনে নিয়ে জোরে মোচর দিয়ে ]
অরনি: প্লিজ ছাড়ুন আমায়…লাগছে আমার…!
আহিয়ান: খুব লাগছে তাই না..আমারো লেগেছিলো যখন আমার ভালোবাসা অপেক্ষা করে ! অন্য কারো জন্য বউ সেজে বসে ছিলি…
অরনি: প্লিজ আমার হাতটা ছাড়ুন..!
আহিয়ান: যা ছেড়ে দিলাম..আর শোন এই করিডোর এই থাকবি তুই..ভুলেও যেনো রুমের কিংবা বেডের ত্রিসিমানায় না দেখি…
বলেই ধাক্কা দিয়ে করিডোরে ফেলে দিলেন আমায়..আর ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন…
অরনি: প্লিজ দরজা টা খুলুন…আমি বেডে শুবো না..প্লিজ ফ্লোরে শুতে দিন…আমার একা থাকতে ভয় করে তার মধ্যে বাহিরে এই অন্ধকার আমার খুব ভয় করছে…
কথাটা বলার সাথে সাথেই করিডোরের লাইট ওফ করে দিলেন…
আহিয়ান: একদম চুপ একটা কথাও যেনো না শুনি আমি..না হলে করিডোরেও জায়গা হবেনা…!
হাতে জোরে চাপ দিয়ে ধরাতে কাচের চুড়ি ভেঙে হাতে বিদে গেছে…
রক্ত বের হচ্ছে..ব্যাথা প্লাস ভয়ে হাত পা জরোসরো হয়ে আসছে….!!
ব্যাথা সহ্য হচ্ছে না চোখ দিয়ে একাই পানি পরছে…কি এমন করেছি যার জন্য উনি এরকম ব্যবহার করলেন…?

৪৫ মিনিট আগে…
একটা ফুল দিয়ে সাজানো ঘরে..বউ সাজিয়ে বসিয়ে দিয়ে চলে গেল আমার ননদিনী আহিয়া…খুব অদ্ভুত অনুভূতি কাজ করছে মনের মধ্যে কেনো এমনটা হলো…?? আমার মনে হাজারো প্রশ্ন এরকমটা তো হওয়ার কথা ছিল না… উনি কি এতো কিছুর পর আমায় ভালোবেসে মেনে নিবে…??
এসব ভাবতে ভাবতেই কখন যে দুচোখের পাতা লেগে গিয়েছিল বুঝতেই পারি নি…
.
.
হঠাৎ কারো টানে বিছানা থেকে নিচে পরে গেলাম…তাকিয়ে দেখি আহিয়ান…ভয়ে হাত পা কাপছে আমার.. কারন ঘটনাটা এতো দ্রুত হয়েছে ! কিছু টের পাওয়ার আগেই নিচে পরে গিয়েছি ..
.
,,
তারপর আহিয়ান আমার সামনে হাটু গেড়ে বসে..আমার গাল জোরে চেপে ধরে…
আহিয়ান: কি ভেবেছিস তোকে আমার মনের রানী করে রাখবো…? তাহলে ভুল ভাবছিস…আহিয়ান চৌধুরী দ্বিতীয় বার কাউকে সুযোগ দেই না…আর প্রথম সুযোগ টা তুই নিজে নষ্ট করেছিস…আমাকে দিনের পর দিন রিজেক্ট করার শাস্তি তো তোকে পেতেই হবে…প্রতিটা ভুলের মাশুল তোকে দিতে হবে মিস আদরিতা জান্নাত অরনি ওপসস সরি মিসেস আহিয়ান চৌধুরী…[ মুখ থেকে হাতটা সরিয়ে নিয়ে ]
আহিয়ানের কথা শুনে আমার মাথায় যেনো আকাশ ভেঙে পরলো..আমি এ কোন অহিয়ানকে দেখছি..এই আহিয়ানকে তো আমি চিনি না..এই মানুষটাই কি সে যে আমার সামনে তার ভালোবাসার দাবি নিয়ে আসতো…কিন্তু আমি নিরুপায় ছিলাম তার ভালোবাসার ডাকে সারা দিতে পারিনি…বারবার তাকে ফিরিয়ে দিয়েছি….!!
তবুও নিজেকে সামলে প্রশ্নের তীর ছুটে দিলাম আহিয়ানের দিকে…
অরনি: তাহলে কেনো বিয়ে করলেন আমায়….???
আহিয়ান: প্রতিশোধ নেওয়ার জন্য…!
অরনি: মা মামানে…[ আমতা আমতা করে ]
আহিয়ান: আমাকে রিজেক্ট করার প্রতিশোধ…আহিয়ান চৌধুরীকে রিজেক্ট করেছিস তার প্রতিশোধ..তার শাস্তি তো তোকে পেতেই হবে…!!
অরনি: দেখুন কেনো আপনাকে বারবার ফিরিয়ে দিয়েছি তার কারনটা তো আপনি জানেন..তাহলে কেনো এমন করছেন…এখানে আমার কিছু করার ছিল না.. আমি যে ওয়াদা বদ্ধ ছিলাম আমার আব্বুর কাছে..আর আব্বুর কথাতেই আব্বুর পছন্দ করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছিলাম…কিন্তু ভাগ্যের ফেরে সেই আপনাকেই বিয়ে করতে হলো..সেটাও আব্বুর ইচ্ছেতেই…!!
অামার কথা শুনে আহিয়ান দাঁড়িয়ে গেল..সাথে সাথে আমিও দাড়ালাম….
আহিয়ান: বেশ তো এতোই যখন আব্বু আব্বু করিস। দেখ তবে তোর আব্বুর পছন্দ করা জীবনে কতো সুখ…
বলেই উনি আমার দুহাত দেয়ালে শক্ত করে চেপে ধরে…গলায় মুখ ডুবিয়ে দিলো…
অরিন: আহহ..কি করছেন কি..ছাড়ুন লাগছে আমার…
আহিয়ান: কেনো sweetheart তুমি কি ভেবেছিলে..? তোমার সাথে রোমান্স করবো…??
অরনি: প্লিজ ছাড়ুন আমায়…লাগছে আমার….।
আহিয়ান: খুব লাগছে তাই না..আমারো লেগেছিল যখন আমার সামনে অন্য কারো জন্য বউ সেজে বসে ছিলি তখন….

তারপরের ঘটনা তো আপনারা জানেনই….

এসব ভাবতে ভাবতে আর কাদতে কাদতে বেলকোনিতেই ঘুমিয়ে পরে অরনি….

সকালটা কি আরো খারাপ ভাবে শুরু হবে অরনির…?