নিষিদ্ধ গলির এক ছোট্টো ঘর…🏡, 🙎🏻♀️মেয়েটি বললো লে বাবু তাড়াতাড়ি শুরু কর, আমাকে আবার অন্য খদ্দের ধরতে হবে।।
ছেলেটি🤵🏻সিগারেট খেতে পারি…?
মেয়েটি🙎🏻♀️ ঢং কত, যা খুশি খাও,
এবার ছেলেটি🤵🏻বললো- আচ্ছা আমরা কি কিছুক্ষণ গল্প করতে পারি,
মেয়েটি🙎🏻♀️- যা করতে এসেছিস, সেটা করে বিদেয় হো।।
ছেলেটি🤵🏻- আচ্ছা কিছুক্ষণ কথা বলি না।।
মেয়েটি🙎🏻♀️- আচ্ছা বল।।
ছেলেটি🤵🏻- তোমার নাম কি?
মেয়েঃ🙎🏻♀️ চামেলি….
🤵🏻আরে সেটা তো তোমার পোশাকি নাম আসল নাম…?
🙎🏻♀️মেয়েটি চুপ করে উত্তর দিলো চন্দ্রানি।।
🤵🏻তুমি হঠাৎ এ কাজে কেন?
🙎🏻♀️কিছুক্ষণ ঘরে নীরবতা, তারপর হঠাৎ বলে উঠলো,
🙎🏻♀️আমি তখন স্কুলে পড়ি, মেট্রিক পরীক্ষা দেবো, একটা ছেলেকে🤴🏻 ভালো লাগে আমার🙎🏻♀️, আসলে অনেকদিন বলছিল ভালোবাসি ভালোবাসি🤴🏻, আমরাও মনে হলো ওকে হ্যাঁ বলা দরকার🙎🏻♀️।।
ছেলেটি🤵🏻 তারপর……
মেয়েটি🙎🏻♀️ আবার শুরু করলো – ছেলেটা🤴🏻 চা বাগানে কাজ করতো, আমার🙎🏻♀️ জন্য কত কি নিয়ে আসতো, একদিন তো আমার জন্মদিনে কেক নিয়ে এলো।।🎂🤴🏻
জানিস বাবু🤵🏻 আমি জন্মদিনে কনোদিন কেক কাটিনি, তাই খুব ভালো লাগলো।।
ওকে অনেক ভালোবাসতাম🤴🏻।।
🤴🏻ও বার বার বলতো তোমায় কাছে পেতে চাই, কিন্তু আমি 🙎🏻♀️বলতাম ওসব বিয়ের পর।।
তারপর এক শীতের দুপুর, স্কুল শেষে বাড়ি ফিরছি🙎🏻♀️, হঠাৎ বললো আমাদের পালাতে হবে🤴🏻, আমি তো অবাক🙎🏻♀️, বললাম কেন….?
সে বললো🤴🏻 আমি বড়িতে বলেছি তোমার কথা, বাড়িতে মানেনি আমাদের সম্পর্ক।।
🤵🏻তারপর তারপর…….
মেয়েটির 🙎🏻♀️চোখে জল, নীরবতা…..
নীরবতা ভেঙ্গে বলে উঠলো- ওর সাথে তখনই পালিয়ে গেলাম, তারপর উঠলাম এ পাড়াতে🙎🏻♀️, ও বললো🤴🏻 কিছুদিন পর আবার আসবে ততদিন আমার দেখাশোনা করবে রুপা👩🏻🦰।।
কিছুদিন পর জানতে পারলাম আমাকে বিক্রি করে দিয়েছে ২০০০০ টাকায়।।
জানিস বাবু 🤵🏻প্রথমে এসব করতে চাইনি, কিন্তু ওই বাবুটা আমার সাথে জোরজবরদস্তি করলো, মাসি👵 মারলো আমায়, আমার খাওয়া বন্ধ।।
তারপর রুপা👩🏻🦰 লুকিয়ে খাবার এনে বললো,, ও🤴🏻 আসবে না, এটাই তোর নিয়তি,
তারপর থেকে আর কিছু ভাবি না।।
ছেলেটাঃ🤵🏻 আচ্ছা এটা হওয়ার তোমার কি ইচ্ছে ছিলো…?।।
মেয়েটাঃ🙎🏻♀️ ইচ্ছে ছিলো শহরে গিয়ে চাকরি করবো, বাপ মা কে দুবেলা পেটপুরে খাবার দেবো।।
মেয়েটাঃ🙎🏻♀️ চোখের জল মুছে, নে এবার কর, না হলে মাসি চিল্লাবে।।👵
ছেলেটাঃ🤵🏻 টাকাটা দিয়ে……
মেয়েটাঃ 🙎🏻♀️কিরে বাবু কিছুই তো করলি না তাহলে টাকা কেন….?
ছেলেটাঃ 🤵🏻তোমার গল্প শুনলাম তার টাকা।।
কিছুদিন পর……
রুপা👩🏻🦰 এসে বললো…৷ তোর ছুটি 🙎🏻♀️তোকে আর এসব করতে হবে না।।
চামেলিঃ 🙎🏻♀️কেন…?
রুপাঃ 👩🏻🦰একটা বাবু তোকে নিয়ে যেতে এসেছে, মাসিকে 👵৫০০০০ টাকা দিয়েছে।।
হঠাৎ বাইরে গিয়ে দেখলো , সেদিনের সেই🤵🏻বাবুটা….
সে চুপচাপ বেরিয়ে গেল🙎🏻♀️, তারপর মন্দিরে বিয়ে করলো,, চোখে জল, সিঁথিতে সিঁদুর।।
হঠাৎ প্রশ্ন করলো🙎🏻♀️ , বাড়িতে কি বলবে।।
সে 🤵🏻বললো, আমার কেউ নেই, আমার কেউ নেই, আর আজ থেকে তুমি চামেলি না, চন্দ্রানি।।
মেয়েটি 🙎🏻♀️ভাঙা গলায় বললো কে বললো তোমার কেউ নেই , আমি আছি।। 🙎🏻♀️
তাদের প্রতি আমার সমবেদনা রইল এসমাজ যাদের মাগী (বেশ্যা ) বলে।।
গল্পের শেষ লাইন