Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ESARA NEWS
জানুয়ারি ২৩, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ । ৬১ জন
Link Copied!

নড়াইল জেলা প্রতিনিধি :নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চারদিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

কলেজের মাল্টিপারপাস হলরুমে অনুষ্টিত সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: খান সাহাবুদ্দিন। এসময় কলেজ শিক্ষক আনন্দ মোহন বিশ্বাস, মুরাদ খান, সাইফুল্লা খান, শারমিন আরা, প্রসেনজিৎ দাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, চারদিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, বাংলা কবিতা আবৃত্তি, ইংরাজি কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, দেশের গান, লোক সংগীত, একক অভিনয়, সাধারন নৃত্য, লোক নৃত্য ও বিতর্ক প্রতিযোগিতা।
এসময় সংশ্লিষ্টরাসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।