Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা সাকিবের

ESARA NEWS
নভেম্বর ২৬, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ । ১০৫ জন
Link Copied!

সৌরভ মজুমদার / স্বপনবিশ্বাস : মাগুরায় কোরবানির ঈদের নামাজ আদায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার সকাল ৮টায় মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর আগে শহরের জজ কোর্ট জামে মসজিদে সকাল পৌনে ৮টায় ঈদুল আজহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয়।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। নোমানী ময়দানে ঈদ জামাতে সাকিবের সঙ্গে তার বাবা মাশরুর রেজাও নামাজ আদায় করেন।

এ ছাড়া মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল এ জামাতে ঈদের নামাজ আদায় করেন।

এ ছাড়া পিটিআই মসজিদ মাঠ, জজ কোর্ট মসজিদ, ভায়না পৌর গোরস্থান, কলেজপাড়া হাজি সাহেব হুজুরের দরগা শরিফ, নতুন বাজার জামে মসজিদ, মোল্যাপাড়া জামে মসজিদ, শিবরামপুর, নিজনান্দুয়ালি, পারনান্দুয়ালিসহ জেলার শ্রীপুর, শালিখা, মহম্মদপুর উপজেলার ৪৬৪টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সুত্র — কালবেলা অনলাইন