জীবনের চলার পথ অনেক কঠিন, তার চেয়েও কঠিন সে পথ যদি ধর্মের পথ হয়ে
থাকে, কেননা একমাত্র ধর্মের পথেই নিত্যনতুন বাধা বিপত্তি লেগেই থাকে প্রতিটি মানুষের জীবনে, যদিও সেই বাধা বিপত্তি।
ধর্ম কে তার কর্ম থেকে কখনোই বা কোনোদিন পিছিয়ে দিতে পারে না, কারণ
ধর্ম সয়ং ঈশ্বর আর ঈশ্বর কে দমিয়ে রাখা
কারো পক্ষেই তা সম্ভব হয়ে উঠে না।।
হে মন তুমি ভূমিষ্ট হয়েছো কেবল এই পৃথিবী
তে সুখ এবং দুঃখ দুটোই যে তোমায় ভুগ করতেই হবে, তাই বলে ধর্ম কে ছেড়ে অধর্মকে নিয়ে নয়, ধর্ম কে নিয়েই অধর্মকে
বিনাশ করতে হয়।।
যে ব্যাক্তি তার হৃদয়ে ধর্ম কে স্থাপন করে
নিজেকে পরিচালিত করেন ,, আমি পরমেশ্বর
ভগবান শ্রীকৃষ্ণ তার হয়ে তার জীবনের সমস্ত
যুদ্ধ গুলো একাই থামিয়ে দিয়ে, তাকে সুখ
এবং শান্তি দুটো কেই ফিরিয়ে দেই, তার জীবনে। তাই ধর্ম কে স্থাপন করো তুমি তোমার হৃদয়ে আমি সর্বদাই তোমার সাথে
থাকব, কথা দিচ্ছি কখনো তোমায় কেও
পরাজয় করতে পারবে না জীবন যুদ্ধের
এই রণ ভূমিতে।।।
You must be logged in to post a comment.
https://slotbet.online/