◆☆চলমান ও আসছে BDS বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপঃ
যে সকল বিষয় খতিয়ে দেখবে ও দখলকৃত জমির কাগজপত্র চাইবে। তা নিম্নে তুলে ধরা হলঃ
◆ আপনার দখলকৃত জমির দলিল বা পর্চা
◆ নামজারি ও খাজনা
◆ রেকর্ডের ধারাবাহিকতা
◆ ওয়ারিশান জমির ওয়ারিশ সনদ
◆ ইজমালি জমি বন্টন ছাড়া হিস্যার
অতিরিক্ত ভোগ-দখল
◆ সরকারি খাস জমি কিনা
◆ দুই এর অধিক দাগের জমি এক দাগে ভোগ দখল যার সম পরিমান দাতার ঐ দাগে নেই।
◆ বন্টন নামা ব্যাতীত অন্যের যায়গা।
◆ জবর দখল জমি কিনা।
◆ হাট বাজারের সরকারি জমি ভোগ-দখল
◆ চলমান মামলা আছে কিনা।
◆ দলিল আছে কিন্ত কেন রেকর্ড হয়নি।
◆ সর্বোপরি আপনার সঠিক কাগজের বাহিরের অতিরিক্ত জমি ছাড়তে হবে।
◆ বঞ্চিত প্রকৃত মালিকদের খোজা হবে।
সার্ভেয়ার আকতার