“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ ২৩ জুলাই ২০২৩ তারিখে মাগুরা জেলায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়।
এ লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।
পরবর্তীতে এই উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের বিজয় চত্ত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে, পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের যে পরিমাণ বনভূমির প্রয়োজন আমাদের তার চেয়ে কিছুটা কম রয়েছে। তাই আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে যাতে করে শীঘ্রই আমরা আমাদের কাঙ্খিত বনভূমির পরিমাণ অর্জন করতে পারি।
উল্লেখ্য যে, এবারের বৃক্ষমেলায় তুলনামূলক কম দামে মোট ৩৭ টি স্টলে বিভিন্ন প্রকার ফলদ, বনজ ও ওষধী গাছ পাওয়া যাবে। মেলাটি প্রতিদিন সকাল ৯:০০ টায় শুরু হয়ে রাত ৮:০০ টা পর্যন্ত চলবে। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই বৃক্ষমেলাটি আগামী ২৯ জুলাই ২০২৩ তারিখে সমাপ্ত হবে।
জেলা প্রশাসন, মাগুরা সবাইকে বৃক্ষমেলায় উপস্থিত হয়ে মেলাটি উপভোগের আমন্ত্রণ জানাচ্ছে।
আসুন, আমরা সবাই বৃক্ষ মেলায় হাজির হই এবং একই সাথে বিভিন্ন গাছের চারা কিনে তা রোপণ করি।
https://slotbet.online/