গতকাল ০৯ আগস্ট ২০২৩ তারিখে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী মেয়ে শিক্ষার্থীদের মাঝে ২০০টি বাই সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার, মাননীয় সংসদ সদস্য, মাগুরা-০২।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা।
এছাড়াও, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মহম্মদপুর; সহকারী কমিশনার (ভূমি), মহম্মদপুর; উপজেলা ভাইস চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে, বাই সাইকেল চালাতে যেমন শরীরের ভারসাম্য প্রয়োজন, ঠিক তেমনি মানুষের জীবনেও ভারসাম্য প্রয়োজন। এই বাই সাইকেলগুলো শিক্ষার্থীদেরকে স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক, মাগুরা তাঁর বক্তব্যে বলেন যে, মেয়েরা এখন শিক্ষা, গবেষণা, খেলাধুলা, রাজনীতি, অর্থনীতিসহ সব ক্ষেত্রে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বাই সাইকেল পাওয়া সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে, আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে মন দিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করা ছাড়া কোন বিকল্প নাই।
# মিডিয়া সেল
জেলা প্রশাসকের কার্যালয়,মাগুরা