Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

কেউ একজন তোমার হৃদপিণ্ডের খুব কাছে গিয়ে কিছু আর্তনাদ জারি করলো বলে তার দুঃখ সার্বোজনীন

ESARA NEWS
আগস্ট ২০, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ । ১০৭ জন
Link Copied!

কেউ একজন তোমার হৃদপিণ্ডের খুব কাছে গিয়ে কিছু আর্তনাদ জারি করলো বলে তার দুঃখ সার্বোজনীন,
আর যে রোজ ফাঁকা রাস্তায় একা বসে প্রহর গুনে এ রাস্তায় একদিন হেঁটে যাবে তোমার আঙুল ছুয়ে বহুদূর তোমার সনে সে বুজি কেবল ছলনা?

কেউ একা একা চাঁদ দেখায় অভ্যস্ত থাকে স্বত্বেও এখন আর চাঁদ দেখে না ;
তোমায় নিয়ে দেখবে বলে মুহুর্ত গুলো ভুলতে না পারা কি তবে তার ব্যর্থতা?
হাসি হাসি মুখ করে দুঃখ পুষে রাখা কি অপরাধ?

যদি সব ভুল হবে তবে কি দরকার ছিলো হ্মনিকের জন্য তাকে অভিযোক্ত করার?
কারো স্বপ্ন,কারো অনুভূতি এ সবই কি মিথ্যে মোহ,
ভালোবাসা বলে কারো কাছে কিছু নেই আবার হয়ত কেউ এটা ছাড়া চলতে পারে না!

চাপা কান্না গুলো তো পাশের ঘরের মানুষ গুলোর কর্ণপাত করে না,
আর তুমি সে তো খুব কাছের হয়েও বহুদূর কি করেই বা শুনবে?
খুব কাছের কিছু জিনিস কখনো দুরে যায় না যেমন মাথার পাশের বালিশ,আয়না, দুঃখ!

স্থানভেদে ভিন্ন হলেও কাছে থাকে খুব কাছে,
এতটা কাছের কেউ হয় না কখনো,
গলা ফাটিয়ে চিৎকার করা মানুষ গুলোর দুঃখ গুলোই কি প্রবল হয়?
নীরবে হাসি মুখে চোখের পানি ফেলা মানুষগুলোর হয় না?

নাকি তাতে দঃখের চেয়ে অভিনয়টাই বেশি থাকে,
রোজ দুঃখ পোড়াবে বলে নিজেকে পোড়াও কেনো?
অনুসূচনায় আজ তুমি অশ্রুসিক্ত নয়নে সব বিসর্জন দিতে চাইছো,
হৃদপিণ্ডের খুব কাছে হয়তো সবাই যেতে পারে না চাইলেই ছুতে পারে না তাই তারা স্বপ্ন বিলাশি!

অন্যের আকাশে নিজেকে খুঁজে বেড়াও অথচ তুমি নিজেই জানো না সে আকাশেও মেঘ হয় বৃষ্টি হয়,
কি নিদারুণ বিচহ্মনতা হ্মমতা___
তুমি তার গল্পে প্রথম হইও আমার না হয় শেষ পৃষ্ঠায়!

“আমার গল্পে শেষ পৃষ্ঠা “