ওঠার সময় রিকশাওয়ালা কে খেয়াল করিনি, সে রাস্তা চিনছিল না একটু পরপরই জিজ্ঞেস করছিল আপু কোন দিকে যাব আমি বলে দিচ্ছিলাম ডানে বামে এদিকে ওদিকে । কথা শুরু করার পরে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে কতক্ষণ দেখলাম কথাবার্তা শুনে মনে হচ্ছিল ছেলেটা পড়াশোনা জানে খুব সুন্দর উচ্চারণ এবং সাবলীল কথাবার্তা ।
সারা রাস্তা চুপচাপ দেখছিলাম , বাসার কাছে এসে নেমে জিজ্ঞেস করলাম কিসে পড়ো? উত্তর এলো এবার ক্লাস টেনে।
জিজ্ঞেস করলাম ক্লাস কখন করো রিকশা চালাচ্ছো যে ? উত্তর দিল চালাই না তো আমার বাবা সব সময় চালান আজ বাবা অসুস্থ তাই আমি বের হয়েছি যখন বাবা অসুস্থ থাকেন তখন আমি রিক্সা নিয়ে বের হই।
কৌতূহল বসত মুখ দিয়ে বের হয়ে গেল রিক্সা চালাতে খারাপ লাগে না ? খুব সাবলীলভাবে বড় একটা হাসি দিয়ে উত্তর দিল আমার বাবাও তো চালান ।
ছেলেটারে এক কথাতেই সবকিছুর উত্তর পেয়ে গেলাম , বড় হয়েও যেন ছেলের এই মনোভাব থাকে দোয়া করি।
✍️ Jannatul ফেরদৌস
https://slotbet.online/