একজন ব্যবসায়ী মারা যাওয়ার পর ওনার মৃতদেহ শ্মশান নিয়ে যাবার সময় এক অচেনা ব্যক্তি এসে বলল,ঐ ব্যবসায়ী র কাছে সে নাকি ১৫ লাখ টাকা পাবে।
ওনার ছেলেরা বা ভাই আত্মীয় স্বজন ১৫ লাখ টাকা না দিলে মৃতদেহ শ্বশানে নিয়ে যেতে দেবো না বলে হুঁশিয়ারি দিলো।
ওনার ছেলেরা “আমরা টাকা দিতে পারবো না, আমরা কিছু জানি না” বললো । (যদিও খুব ধনী ব্যক্তি তারা)
ওনার ভাইয়েরা বললো “ছেলেরা দিচ্ছে না, তো আমরা কেন দেবো”।
এমন সময় ঐ ব্যবসায়ীর একমাত্র মেয়ে তার গহনা ও নদগ কিছু টাকা দিয়ে অনুরোধ করলো ” আমার কাছে এর বেশি এখন নেই, আমি বাকি টাকা টা আস্তে আস্তে শোধ করে দেবো। আমার বাবার শেষকৃত্য টা হতে দিন দয়াকরে।
ঐ ব্যক্তি তখন হাসতে হাসতে বলল, আমি ১৫ লাখ টাকা তোমার বাবার কাছে ধার নিয়েছিলাম। সেটা দিতে এসেছি, ওনার অসুস্থতার খবর পেয়ে কয়েক দিন ধরে আসবো ভাবছিলাম। আজকে সকালে শুনলাম উনি আর নেই।
উনি বলেছিলেন আমি মারা গেলে আমার নিজের কাউকে দিয়ে দিতে। নিজের কে ? এটা জানতেই একটু নাটক করলাম। দুঃখিত।