স্বপন বিশ্বাস : আসা যাওয়া এ পৃথিবীর চিরাচরিত নিয়ম। একজন আসে একজন চলে যায় সৃষ্টির এ মহাবিশ্ব সত্যি রহস্যময়। পৃথিবীতে আপন পর, জাতি ধর্ম, বর্ণ যাই থাকুক আসলে আসা যাওয়া, মায়া মমতা মানবিতা সহজাত প্রবৃত্তির তেমন কোন পার্থক্য দেখা যায় না। কি অদ্ভুত দর্শন আমাদের জীবনে, ক্ষনিকের এই জীবনে মানুষকে কত না হাজার হাজার সমস্যার মুখোমুখি হতে হয়। কঠিন সব বাস্তবতা মোকাবিলা করে সব প্রাণী জীবকুল চাই একটু সুখের স্পর্শ। আর এই সুখ নামক শব্দটি জীবকুলকে নিয়ত করছে উতলা। প্রিয় মানুষের প্রতি ভালবাসার আবেদন করে চেষ্টা করে যাচ্ছে সাগর নদী উতরানোর। এই ভালোবাসা এমন এক অনুভব যার জন্য প্রতিটা জীবকুল মরিয়া। যা দেখা যায় না স্পর্শ করা যায় না অনুভব করা যায় মাত্র তার কারণে হাজার মাইল দূরের কোন ব্যক্তি বস্তু বা অলৌকিক ছায়া বুকের পাঁজর মুচড়ে দিয়ে যায়। কেন এমন হয় তা শুধুই রহস্যময়। প্রিয় কোন ব্যক্তি বস্তু কাছে পেতে যেমন ব্যাকুল আবার হারানোর শোকে তার চেয়ে বেশি আবেগি। প্রিয় কিছু হারানো বা তার বিরহে কত প্রাণী আত্মত্যাগ করে তার কোন হিসাব নাই। কিন্তু কেন এমন হয় এ রহস্য উদঘাটন কেবলই আধার। আমি একটি প্রাণী রুপে অপর একটা প্রাণীকে জিজ্ঞেস করলাম তুমি কেমন আছ, উত্তর টা এল আমি তো ভালো আছি, আমি বললাম তুমি ভালো থাকলেই আমার সুখ। আমি মরে গেলেও দুঃখ নাই কিন্তু আমার প্রিয় মানুষ গুলো যেন ভালো থাকে। সে উত্তরে বলল সবাই তার প্রিয়জনের জন্য একই কথা বলে। এখানে জাত পাত ধর্মের কোন বিষয় নেই। সেই থেকে আমার মাথাটা এলোমেলো হয়ে গেছে, কেন এমন হয়?
https://slotbet.online/