আমি গীতা পড়েছি,
আমার মৃত্যুর ভয় নেই।
হ্যাঁ এই কথাটি বলেছেন ক্ষুদিরাম বোস।
গীতাই একমাত্র শাস্ত্র যা ব্যক্তিকে জন্ম মৃত্যুর ভয় থেকে চিরকালের জন্য মুক্তি প্রদান করে।
তাই আপনি যদি মানসিক চাপ ও ভয় থেকে চির মুক্তি চান অবশ্যই গীতা পাঠ করুন 🙏
অথ শ্রীমদ্ভগবগীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ 📖🙏🏻🪷🙏🏻
#শ্রীমদ্ভবতগীতা_৮_৬
ওঁম নমঃ ভগবতে বাসুদেবায় 🙏🏻
ওঁম নমঃ ভগবতে বাসুদেবায় 🙏🏻🙏🏻
ওঁম নমঃ ভগবতে বাসুদেবায় 🙏🏻🙏🏻🙏🏻
যং যং বাপি স্মরন্ ভাবং
ত্যজত্যন্তে কলেবরম্।
তং তমেবৈতি কৌন্তেয়
সদা তদ্ভাবভাবিতঃ।।
অনুবাদঃ অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন।
#শ্রীমদ্ভগবতগীতা_যথাযথ তাৎপর্য প্রদান করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ 🙏🏻🙏🏻🌺
তাৎপর্যঃ মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয়, সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করবার সময়ে কৃষ্ণচিন্তা করে, সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি অর্জন করে। কিন্তু এই কথা ঠিক নয় যে, শ্রীকৃষ্ণবিহীন অন্য কিছু চিন্তা করলেও সেই পরা প্রকৃতি অর্জন করা যায়। এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে। কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায়? এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ-শরীর প্রাপ্ত হন। হরিণরূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তাঁর পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল। স্বভাবতই, জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি, সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয়। সুতরাং, এই জীবনই সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন। কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্ত্বিকভাবে জীবন যাপন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় ও চিন্তায় মগ্ন থাকেন, তা হলে তাঁর পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণচিন্তা করা সম্ভব। সেটিই তাঁকে শ্রীকৃষ্ণের পরা প্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে, পরবর্তী জীবনে অপ্রাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয়। তাঁকে আর জড় দেহ ধারণ করতে হয় না। তাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে—এই মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিম কালে ভাব পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায়।
ওঁম নমঃ ভগবতে বাসুদেবায় 🙏🏻
ওঁম নমঃ ভগবতে বাসুদেবায় 🙏🏻🙏🏻
ওঁম নমঃ ভগবতে বাসুদেবায় 🙏🏻🙏🏻🙏🏻🌺
ওঁম তৎ সৎ 🙏📖🪷🙏🏻
https://slotbet.online/