Email : esaharanews@gmail.com
  • অন্যান্য
নোটিফিকেশন
আজকের সর্বশেষ সবখবর

আমরা সবাই রাজা

ESARA NEWS
আগস্ট ৬, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ । ৭৭৪ জন
Link Copied!

আমরা সবাই রাজা
___রবীন্দ্রনাথ ঠাকুর
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে,
নইলে মোদের রাজার সনে মিলব কী সত্বে।-
আমরা সবাই রাজা।
আমরা যা খুশি তাই করি,
তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের ত্রাসের দাসত্বে,
নইলে মোদের রাজার সনে মিলব কি স্বত্বে।-
আমরা সবাই রাজা।
রাজা সবারে দেন মান,
সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে,
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে।–
আমরা সবাই রাজা।।
আমরা চলব আপন মতে,
শেষে মিলব তারি পথে।
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে,
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে।–
আমরা সবাই রাজা।।