পৃথিবীতে প্রতিটি হিংস্র শিকারী প্রাণী কিন্ত ততটুকুই শিকার করে, যতটুকু তার প্রয়োজন। কিন্ত আমরা পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ও সামাজিক জীব দাবি করা মানুষ প্রজাতিতে অনেক সময়ই তার ব্যতিক্রম লক্ষ করা যায়। যেমন আমরা অনেকেই অন্যের হক বিনষ্ট করে সম্পদের পাহাড় গড়ে তোলি…
পশুর গর্ভে কিন্ত শুধু পশুই জন্মায়। যেমন বাঘের গর্ভে হিংস্র বাঘ, কুকুরের গর্ভে কুকুর ছানা। কিন্ত এখানে ও মানুষের বেলায় তার ব্যতিক্রম পরিলক্ষিত হয়, যেমন, মানুষের গর্ভে কখনো কখনো বাঘের চেয়েও হিংস্র মানুষের জন্ম নেয়। সাপের চেয়ে বিষধর প্রাণীও জন্মগ্রহণ করতে দেখা যায়…
আসলে, আমরা মানুষ পৃথিবীতে আসলেই কি সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, না আমাদের চেয়েও আরও বুদ্ধিমান
প্রাণী পৃথিবীতে আছে, স্রষ্টাই ভালো জানেন। তবে মানুষ হিসেবে আমরা বড়ই এক অদ্ভুদ জাতি। কারণ আমরা মানুষ জাতি বিবেক, বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করেছি ঠিকই, কিন্ত তথাকথিত জ্ঞান-বিজ্ঞানের এই আধুনিক সভ্যতায় এসেও মনুষ্যত্ব লাভ করতে পারিনি।
অল্পে তুষ্ট হোন, কৃতজ্ঞ হোন। অল্পে তুষ্টি ও কৃতজ্ঞ চিত্ত সবসময়ই প্রশান্তিতে থাকে।
জীবন তখনই সুন্দর; যখন আপনি সকল দুঃখ, কষ্ট, হতাশা, না পাওয়ার যন্ত্রণা, অভিমান ও অভিযোগগুলি ঝেড়ে ফেলে, বরং স্রষ্টা যা দিয়েছেন তা নিয়েই কৃতজ্ঞ থাকবেন, শোকর গোজার থাকবেন, সন্তুষ্ট থাকবেন।
https://slotbet.online/